উপর দিয়ে চলে গিয়েছে আস্ত গাড়ি! ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে বাঙালি অভিনেতা, চিন্তায় অনুরাগীরা

ফের বিনোদন জগত থেকে খুব খারাপ খবর সামনে আসছে। বাংলা সিরিয়ালের (bengali serial) একের পর এক নামী অভিনেতা (Actor) কোনও না কোনওভাবে দুর্ঘটনার শিকার হচ্ছেন। সম্প্রতি ‘নিম ফুলের মধু’ খ্যাত অভিনেতা রুবেল দাস (Rubel Das) পায়ের গোড়ালিতে চোট পান।

   

অন্যদিকে বাংলা সিরিয়ালের আরও এক নামী অভিনেতা হানি বাফনা বাড়িতে পড়ে গিয়ে যথেষ্ট চোট পান। এসবের রেশ কাটতে না কাটতেই আরও একবার বড় দুর্ঘটনা ঘটে গেল এক বিখ্যাত অভিনেতার সঙ্গে। যারপর থেকে অভিনেতার অনুরাগীদের চিন্তার শেষ নেই। আপনিও কি জানতে চান কোন অভিনেতার সঙ্গে দুর্ঘটনা ঘটেছে? তাহলে অবশ্যই ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।

ইন্দ্রজিৎ বসু…(Indrajeet Bose) বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ। বাংলা সিরিয়াল পছন্দ করেন অথচ ইন্দ্রজিত বসুকে চেনেন না এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল। তবে এবার এই বিখ্যাত অভিনেতাই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছেন। হ্যাঁ এটাই সত্যি। জানা গিয়েছে, দশমীর দিন অভিনেতা দুর্ঘটনার কবলে পড়েন।

ঠিক কী হয়েছে অভিনেতার? জানা গিয়েছে, অভিনেতা ইন্দ্রজিত বসুর পায়ের উপর দিয়ে নাকি গাড়ি চলে গিয়েছে। তবে সেই যে কথায় আছে না, রাখে হরি তো মারে কে, এক্ষেত্রেও তাই হয়েছে। একটুর জন্য বড়সড় চোট থেকে রক্ষা পেয়েছেন ইন্দ্রজিৎ৷ পায়ে প্রচন্ড ব্যথা কিন্তু এই নিয়েই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি৷ অনেকেই হয়তো জানেন যে বাইক চালাতে ভীষণ ভালবাসেন অভিনেতা ইন্দ্রজিৎ। সেই বাইক নিয়ে বাইরে বেরোতেই এই অঘটন ঘটে যায়৷ যদিও অভিনেতা জানিয়েছেন, ভগবানের কৃপায় তিনি এখন ঠিক আছেন। অভিনেতা জানিয়েছেন, পা ভাঙেনি কিন্তু লিগামেন্টে চোট লেগেছে, আপাতত ক্রেপ ব্যান্ডেজ বেঁধেই শ্যুটিংয়ে আসতে হচ্ছে৷ পা ফোলা কমলে এমআরআই করতে বলেছেন চিকিৎসক৷