ঐন্দ্রিলার ছায়া বিনোদন জগতে! ফের নক্ষত্র পতন, সবাইকে কাঁদিয়ে অল্প বয়সেই প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী

ফের একবার বিনোদন দুনিয়ায় নেমে এল গভীর শোকের ছায়া। আরও এক প্রতিভাবান শিল্পীকে হারালো ইন্ডাস্ট্রি। সকলকে কাঁদিয়ে ইহলোক ত্যাগ করলেন এক জনপ্রিয় অভিনেত্রী। তাঁর ঝুলন্ত দেহ তাঁরই বন্ধ ফ্ল্যাট থেকে মিলেছে। এমনই দাবি করেছে পুলিশ। এহেন ঘটনার খবর প্রকাশ্যে আসার পরেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।

   

আপনিও যদি মালয়ালম সিনেমা দেখতে পছন্দ করে থাকেন তাহলে রেঞ্জুশা মেননকে (Renjusha Menon) দেখে থাকবেন নিশ্চয়ই। এই অভিনেত্রীরই এবার মৃত্যু হল। জানা গিয়েছে, মালায়ালাম অভিনেত্রী রেনজুশা মেননকে তিরুবনন্তপুরমের শ্রীকারিয়ামে তার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। অভিনেত্রীকে মূলত অনেক টেলিভিশন শো এবং সিনেমায় সাপোর্টিং চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। রেঞ্জুশা পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

জানা গিয়েছে, তিরুবনন্তপুরমে নিজের ভাড়া ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মালয়ালম চলচ্চিত্র ও টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রেনজুশা মেননকে। তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। শ্রীকরম পুলিশ অভিনেত্রীর মৃত্যুর তদন্ত শুরু করেছে। পরিবারের মনে সন্দেহ হওয়ায় অভিনেত্রীর ফ্ল্যাটে হাজির হয় তাঁর পরিবার। এরপর দরজা ভাঙতেই চোখ সকলের কপালে ওঠে। দরজা খুলে অভিনেত্রীর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ রেঞ্জুশার মৃত্যুর কারণ জানতে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।   রেঞ্জুশা মেনন ছিলেন একজন বিখ্যাত অভিনেত্রী, যিনি অনেক টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন। এ ছাড়া তিনি বেশ কিছু মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন।

renjusha menon

‘স্ত্রী’, ‘নিজালত্তম’, ‘মাগালুদে আম্মা’ এবং ‘বালামণি’র মতো চরিত্রে অভিনয়ের জন্য রেনজুশা পরিচিত। অভিনয়ের পাশাপাশি, রেনজুশা একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পীও ছিলেন।