চারিদিকে শুধু মৃত্যুর খবর। বিশেষ করে বিনোদন জগতে মৃত্যু যন্ত্রণা যেন থামতেই চাইছে না। এবারও তার ব্যতিক্রম হল। নিজের অত্যন্ত এক কাছের মানুষকে হারালেন টলিউডের বিখ্যাত অভিনেতা (Actor)। সাহেব চট্টোপাধ্যায়কে (Saheb Chatterjee) কে না চেনে।
তিনি একাধারে যেমন ভালো অভিনেতা, তেমনই তিনি ভালো গানও গান। কিন্তু এবার যেন সবকিছুতেই ভাঁটা পড়তে চলেছে। কারণ জানলে চোখের জল ধরে রাখতে পারবেন না আপনিও। দুর্গাপুজোর আগেই সব যেন শেষ হয়ে গেল তাঁর। এক নিমেষে গোটা পৃথিবীটাই যেন ওলট পালট হয়ে গেল সাহেবের।
নিজের একমাত্র বোনকে হারিয়ে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়লেন তিনি। তাঁর বোন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে খবর। এমনকি নিজের বোনের প্রাণ রক্ষার তাগিদে একটি ফেসবুক পোস্টও করেছিলেন এই অভিনেতা ও গায়ক। কিন্তু আজ বুধবার সকালেই সবকিছু থমকে গেল যেন তাঁর কাছে। এখনও অবধি ২২ ঘণ্টা আগে বোনকে নিয়ে তাঁর করা ফেসবুক পোস্ট জ্বলজ্বল করছে। তিনি গতকাল লিখেছিলেন, ‘নমস্কার আমি সাহেব চট্টোপাধ্যায়। শীঘ্রই সাহায্য চাই আমার। আমার ছোট বোন হাসপাতালে, খুব ক্রিটিকাল। আমার ব্লাড ডোনার প্রয়োজন, A+ প্লেটলেটের ডোনার। সুগার এবং থাইরয়েড থাকলে হবে না।‘
এরপরেই আজ বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতা যা জানালেন তা দেখে সকলের চোখ জলে ভরে উঠেছে। অভিনেতা জানিয়েছেন, ‘বেলভিউতে ভর্তি থাকা আমার ছোট বোন পিয়াশী চ্যাটার্জির জন্য A+ ডোনারের ব্যবস্থা করার বিষয়ে আমার শেষ পোস্টের (গতকালের) প্রসঙ্গে, আমি প্রত্যেককে এবং সকল প্লেটলেট দাতাদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে আমার বোনকে বাঁচাতে সাহায্য করার জন্য বহুদূর ভ্রমণ করে এগিয়ে এসেছিলেন। কিন্তু, আমি আপনাদের অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাই যে বোন আর নেই। খুব বিধ্বস্ত বোধ করছি আমি। ডেঙ্গি তাকে কেড়ে নিয়েছে। তাই তার জন্য আমার আর কোনও দাতার প্রয়োজন হবে না। তার অনন্ত সুখ এবং শান্তি জন্য প্রার্থনা করুন সকলে। ওম শ্রী সাঁইরাম।’