শেষ ছবি কামিয়েছে ৬০০ কোটি টাকা! সবাইকে কাঁদিয়ে আচমকাই প্রয়াত ভারত খ্যাত অভিনেতা

আবারও বড়সড় ধাক্কা খেল বিনোদন জগত। আবারও একবার এক নক্ষত্রের পতন ঘটল বিনোদন দুনিয়া। মৃত্যু হল এক বিখ্যাত অভিনেতার। সিনেমায় চুটিয়ে অভিনয় করেছিলেন তিনি। বড় বড় অভিনেতারা তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে একপ্রকার ভয় পেতেন। এবার সেই নক্ষত্রেরই পতন ঘটল। আজ শুক্রবার আচমকাই প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা জি মারিমুথু (G. Marimuthu)। জানা গিয়েছে, সকাল ৮টা নাগাদ নিজের টেলিভিশন শো ‘ইথিরানিচল’-এর ডাবিং করার সময় অজ্ঞান হয়ে পড়েন অভিনেতা। এরপর তাকে নিকটবর্তী একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে অভিনেতার হয়েছিল মাত্র ৫৭ বছর।

তামিল অভিনেতা-পরিচালককে সম্প্রতি রজনীকান্তের ব্লকবাস্টার ছবি ‘জেলার’-এ দেখা গিয়েছিল। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা শুক্রবার অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। জি মারিমাথু তামিল টেলিভিশন ধারাবাহিকে এথিরাঞ্চল চরিত্রে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি চলচ্চিত্র নির্মাতা মণি রত্নমের সাথে সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছেন।

রমেশ বালা টুইটারে লিখেছেন, ‘জনপ্রিয় তামিল চরিত্র অভিনেতা মারিমুথু আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সম্প্রতি, তিনি তার টিভি সিরিয়াল সংলাপ দিয়ে প্রচুর ফ্যান ফলোয়িং অর্জন করেছিলেন।‘ অভিনেতার এহেন আকস্মিক মৃত্যুর জেরে শোকস্তব্ধ হয়ে পড়েছেন ইন্ডাস্ট্রির সকলে। জি মারিমুথুর দেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য চেন্নাইয়ে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার জন্মস্থান থেনিতে শেষকৃত্য সম্পন্ন হবে।

marimuthu

অনেক সেলিব্রিটি এবং ভক্তরা প্রয়াত অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। জি মারিমুথু তার টিভি শো ইথিরানিচল দিয়ে বেশ বিখ্যাত হয়েছিলেন।  আদিমুথু গুনাসেকরন চরিত্রের কারণে তিনি ঘরে ঘরে পরিচিতি লাভ করেন। টিভি শোতে তার জনপ্রিয় সংলাপ ‘হে, ইন্দাম্মা’ ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠে রাতারাতি। ১৯৯৯ সালে অজিত কুমারের ‘ভ্যালি’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি পরিচালক বসন্তের অধীনে এএসআই-তে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অজিত, শুভলক্ষ্মী এবং প্রকাশ রাজ।