অমিতাভের সঙ্গে অভিনয়, করেছেন ৫০০-র বেশি সিনেমা! সবাইকে কাঁদিয়ে প্রয়াত বিখ্যাত কমেডিয়ান

‘শোলে’… (Sholay) নিঃসন্দেহে এক কালজয়ী সিনেমা (Hindi Cinema)। এই সিনেমার প্রত্যেকটি দৃশ্য, সংলাপ আজও মানুষের মুখে মুখে রয়েছে। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে সঞ্জীব কুমার, ধর্মেন্দ্র দেওল, হেমা মালিনী, সর্বোপরী ‘গব্বর সিং’ চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন আমজাদ খান।

এই সিনেমায় আমজাদ খানের মুখে কয়েকটি বিখ্যাত সংলাপ যেমন, ‘কিতনে আদমি থে, ইয়ে হাত মুঝে দে ঠাকুর’, এখনও সকলেই ঠোটস্থ। যদিও এরই মাঝে এই সিনেমার এক অভিনেতাকে নিয়ে এল চরম দুঃসংবাদ। যা শুনে গোটা দেশ একপ্রকার ভেঙে পড়েছে। এই সিনেমায় অভিনয় করা এক বিখ্যাত অভিনেতার আচমকা মৃত্যু ঘটল। যে কারণে আবারও একবার নতুন করে বিনোদন জগতে চরম শোকের ছায়া নেমে এল। কে প্রয়াত হয়েছে জানেন?

হিন্দি চলচ্চিত্র দুনিয়ার বিখ্যাত অভিনেতা বীরবল খোসলা (Birbal) ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। পরিবার সূত্রে খবর, অভিনেতা বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। যার কারণে ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিনোদন জগতের সমস্ত মানুষ এই দুঃখজনক খবরে হতবাক। অভিনেতার ছেলে বিদেশে থাকে। গোটা পরিবার তাঁর আসার অপেক্ষায় আছে। জানা গেছে, আজ ১৩ সেপ্টেম্বর অভিনেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বীরবল খোসলা একজন কৌতুক অভিনেতা ছিলেন, যিনি তার মজার চরিত্রগুলি দিয়ে সবাইকে মাতিয়ে রেখেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং মুম্বাইয়ের ইন্ডিয়ান আরোগ্য হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি অভিনেতা জানিয়েছিলেন যে বয়সজনিত অসুস্থতা ছাড়াও তাঁর হাঁটুতে সমস্যা ছিল, যার কারণে তিনি হাঁটতেও পারতেন না।

birbal khosla

বীরবল ৫০০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন, তবে তাঁর চরিত্রটি ‘শোলে’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘তাপস্য’, ‘সাদমা’, ‘দিল’, ‘ফির কাভি’, ‘রাস্তা কা পাথর’, ‘আমির গরীব’, ‘সান মেরি লায়লা’, ‘অনিতা’, ‘ইনসান’, ‘এক মহল কা স্বপ্ন হো’, ‘মহব্বত কি আরজু’-তে সর্বাধিক প্রশংসিত হয়েছিল।