গৌরী এলর পর আরেক সিরিয়াল, TRP-তে ফেল হওয়ায় বন্ধ হচ্ছে এই মেগা! হতাশ দর্শকরা

বাংলা সিরিয়াল ( Bengali Television Show) দেখতে পছন্দ করেন না এমন মানুষকে হয়তো খুব কমই খুঁজে পাওয়া যাবে। বিকেল হোক বা সন্ধেবেলা হাতে এক কাপ চা নিয়ে টিভির পর্দায় চোখ রাখার মজাই আলাদা অনেকেই আছেন যারা সিরিয়াল না দেখলে তাদের পেটের ভাতই এক প্রকার হজম হবে না। আপনিও যদি সিরিয়াল দেখতে পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি জরুরী খবর।

   

nayika 1

সিরিয়াল প্রেমীরা একপ্রকার ধাক্কা খেতে চলেছেন। কারণ খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে একটি জনপ্রিয় ধারাবাহিক যা অনেকেই দেখতে পছন্দ করতেন। যদিও টিআরপির (Target rating point) অভাবে ধুঁকছিল এই ধারাবাহিকটি বহুদিন ধরে। এহেন অবস্থায় এই সিরিয়াল বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নিতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন সিরিয়াল বন্ধ হতে চলেছে? তাহলে বিস্তারিত জানতে অবশ্যই পড়ে ফেলুন এই প্ৰতিবেদনটি।

আসলে যে কোন সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে তার TRP। কোনও সিরিয়ালের টিআরপি যদি ভালো না হয় তাহলে তার স্থায়িত্ব বেশি দিন হয় না তেমনি একটি সিরিয়ালের কপাল একপ্রকার পুড়তে চলেছে। আর এই সিরিয়ালটি হল কালার্স বাংলার (Colors Bangla) নায়িকা নাম্বার ওয়ান (Nayika No 1)।

নায়িকা নং ১ একটি বেশ জনপ্রিয় টেলিভিশন সিরিজ, যদিও এই সিরিয়াল বেশিদিন দর্শকের মনে জায়গা করে নিতে পারেনি। এই সিরিয়ালটি প্রযোজনা করেছেন স্নেহাশিস চক্রবর্তী ও তাঁর প্রযোজনা সংস্থা ব্লু প্রোডাকশন। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন ঋতব্রোতা দে এবং ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।

nayika 2

এটি এমন একটি মেয়ের গল্প বর্ণনা করছিল যিনি জুনিয়র শিল্পী হিসাবে প্রথমে কাজ করেন এবং একজন বিখ্যাত অভিনেত্রী হয়ে যান। সেইজন্য গল্পের সঙ্গে মানানসই করে নাম দেওয়া হয়েছিল নায়িকা নং ১। গত জুন মাসেই এই সিরিয়াল ১০০ তম পর্ব শেষ করেছিল। ‘নায়িকা নাম্বার ওয়ান’-এ জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করা শীলা শিকদার ওরফে শিলার গল্প তুলে ধরা হয়েছে। তার একটাই স্বপ্ন এবং তা হল টলিউডের বড় মুখ হওয়া, অর্থাৎ একজন বড় অভিনেত্রী হওয়া। স্বপ্ন পূরণের পথে শীলাকে অনেক সংগ্রামের সম্মুখীন হতে হয়। তিনি বেশিরভাগ ক্ষেত্রে জুনিয়র শিল্পী হিসাবে কাজ করেন বা বিভিন্ন বিনোদন প্রকল্পে বিশাল ভিড়ের অংশ হিসাবে দাঁড়ানোর জন্য একটি ভূমিকা দেওয়া হয়। কিন্তু তা শীলার স্বপ্নকে প্রভাবিত করে না।