এবার থেকে আর এই স্টেশনগুলিতে আর থামবে না এক্সপ্রেস ট্রেন! বড় সিদ্ধান্তর পথে ভারতীয় রেল

রেলওয়ে (Indian Railways) তার ব্যয় কমাতে ক্রমাগত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। রেল সূত্রে খবর যে, ছোটো স্টেশন গুলি থেকে ছাঁটাই হবে স্টেশন মাস্টার। এবং ট্রেনের গার্ডদের পরিবর্তে একটি নতুন মেশিন বসানো হবে যা সংকেত পাঠাবে ট্রেনের ড্রাইভারদের।

শুধু তাই নয়, কোন স্টেশনে এক্সপ্রেস ট্রেন থামবে তা নিয়ে এবার নয়া বিধি বেঁধে দিল রেলকর্তৃপক্ষ। রেলওয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী যে সব স্টেশনের আয় কম সেখানে আর এক্সপ্রেস ট্রেন থামবে না।

এবার থেকে যে সমস্ত স্টেশনে টিকিট বিক্রি করে দিনে ১৫ হাজার টাকার বেশি আয় সেই স্টেশনগুলিতেই কেবলমাত্র এক্সপ্রেস ট্রেন থামবে। যদিও বর্তমানে দৈনিক ৫ হাজার টাকা আয় করে এমন স্টেলনগুলিতেও সাময়িকভাবে স্টপেজ দেওয়া হচ্ছে।

সম্প্রতি রেলওয়ে বোর্ডের ডেপুটি ডিরেক্টর কোচিং বিবেক কুমার সিং গত ২৯ অগস্ট এনিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছেন। একটি চিঠির মাধ্যমে খরচ কমানোর ওপর জোর দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রেলওয়ের তরফ থেকে বলা হচ্ছে যে মোটামুটিভাবে কোনও স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর জন্য সব মিলিয়ে ২৫ হাজার টাকা খরচ হয়। এক্ষেত্রে বিদ্যুৎ, ডিজেল, কর্মীদের বেতনের অংশ, পরিচ্ছন্নতা, যাত্রী সুবিধা সহ একাধিক ব্যাপার রয়েছে।

rail train

রেল সূত্রের খবর, রেলওয়ে প্রশাসন সেইসব স্টেশনে ট্রেনের স্টপেজ শেষ করার পরিকল্পনা করছে যেখানে ২০ জনের কম যাত্রী ওঠেন। উত্তর-পূর্ব রেলওয়েতে প্রায় দুই ডজন স্টেশন রয়েছে, যেখান থেকে যাতায়াতকারীর সংখ্যা খুবই কম।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button