কত কামিয়েছেন রেশন দুর্নীতিতে ED-র হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক! টাকার অঙ্ক চমকে দেবে

দুর্গাপুজো শেষ হয়েছে। আর এই দুর্গাপুজো মিটতেই চরম পদক্ষেপ নেওয়ার পথে হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। গতকাল প্রায় ২২ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান, ম্যারাথন জেরা চলে, এরপরেই রেশন বণ্টন (Rationing) দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)।

   

গতকাল বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জ্যোতিপ্রিয়র বাসভবন সহ ১২টি জায়গায় অভিযান চালায়। এর পরেই গভীর রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata  Banerjee) মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। জানা গিয়েছে, রেশন কেলেঙ্কারির অভিযোগে মালিককে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই রেশন কেলেঙ্কারিতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে এক ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এরপরেই ইডির এহেন পদক্ষেপ। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাজুড়ে।

জ্যোতিপ্রিয় মল্লিক বছরের পর বছর ধরে তৃণমূলের সঙ্গে রয়েছে। এদিকে গ্রেফতার হওয়ার পর একটি বিষয় নিয়ে সকলের মধ্যে যথেষ্ট কৌতূহল জন্মেছে, আর তা হল রাজ্যের মন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত? জানা গিয়েছে। ২০১৫-১৬ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের আয় ছিল বার্ষিক ২ লক্ষ ৪০ হাজার ৯১৭ টাকা। এরপর ২০১৬-১৭ অর্থবর্ষে তার বার্ষিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ১১ লক্ষ ৯৮ হাজার ১৪৮ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে সেই আয় বেড়ে দাঁড়ায় ১২ লক্ষ ৪০ হাজার ২৫৫ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়ে ছিল ৫১ লক্ষ ৯৩ হাজার ৫৭৬ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় ছিল ৪০ লক্ষ ২১ হাজার ৯১০ টাকা।

অর্থাৎ যত বছর এগিয়েছে ততই তাঁর সম্পত্তির পরিমাণ ফুলে ফেঁপে উঠেছে। আর যা চোখ এড়ায়নি তদন্তকারী অফিসারদের। শুধু জ্যোতিপ্রিয় মল্লিকই নন, তাঁর স্ত্রী মণিদীপার  সম্পত্তির পরিমাণ দেখেও আপনি আঁতকে উঠবেন। জানা গিয়েছে, ২০১৫-১৬ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর বার্ষিক আয় ছিল ১১ লক্ষ ৫২ হাজার ৭০০ টাকা, ২০১৬-১৭ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১২ লক্ষ ১৫ হাজার ৪৯০ টাকা, ২০১৭-১৮ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ২৫ লক্ষ ৫২ হাজার ৪৬০ টাকা। এরপর ২০১৯-২০ অর্থবর্ষে মণিদীপার বার্ষিক আয় ছিল ১৮ লক্ষ ১১ হাজার ৬৫৫ টাকা।

jyoti

জ্যোতিপ্রিয় মল্লিকের মোট স্থাবর সম্পত্তি হল ৩ কোটি ৯৩ লক্ষ ৯৪ হাজার টাকার মালিক। তার স্ত্রী মণিদীপা ২ কোটি ৩০ লক্ষ ৭১ হাজার ৭০৮ টাকার মালকিন। আপনি জানলে অবাক হবে, দুজনের এই বিপুল পরিমাণ সম্পত্তিতে রয়েছে বিভিন্ন ব্যাংকের সেভিংস, সোনা, রুপোর গয়না, গাড়ি ইত্যাদি। জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপার নামে থাকা অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায়ই ৪ লক্ষ ৫ হাজার টাকার। এই নিয়েও অবশ্য প্রশ্ন তুলেছেন বিরোধীরা।