আপনিও কি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা? একটা ভালো চাকরির (Employment) জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন? তাহলে শুধুমাত্র আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। একটা ভালো চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াতে কে না চায়। কিন্তু সবসময়ে যা চাওয়া হয় তা তো আর পাওয়া যায় না। যাইহোক, আপনিও যদি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আপনার জন্য চাকরির ঝুলি নিয়ে হাজির হয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of Wes Bengal)। রাজ্য সরকারের একাধিক পদে শুরু হয়েছে নিয়োগ।
কারণ এবার রাজ্যের একাধিক ব্লকে সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারপর থেকে খুশিতে রীতিমতো আত্মহারা হয়ে গিয়েছেন বেকার যুবকরা। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন সহজেই। বিশেষ করে সংশ্লিষ্ট ব্লক থেকে আবেদন করতে পারবেন এই পদের জন্য। তাহলে আসুন আপনি এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন বিস্তারিত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের নাম হল Para Legal Volunteer। এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হতেই হবে। সেইসঙ্গে কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞানও থাকতে হবে।
এই পদে যদি একবার আপনার চাকরি পাকা হয়ে যায় তাহলে কেল্লাফতে। কারণ এই পদের বেতন সম্পর্কে জানলে চমকে উঠবেন আপনি। জানা গিয়েছে, হাজিরা অনুযায়ী ৫০০ টাকা দৈনিক বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে এক মাসের জন্য মোট বেতন ১৫ হাজার টাকা।
এই পদে আবেদনের জন্য আপনার ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। আবেদনের শেষ তারিখ তারিখ ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর। চাকরি প্রার্থীদের অনলাইন মাধ্যম থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। এরপর আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে The Secretary, District Legal Service Authority, Nadia, Address- ADR Centre, District Judges Court Compound, Krishnanagar, Nadia, Pin- 741101- এই ঠিকানায়।