সামনেই অক্টোবর মাস। আর অক্টোবর মাস মানেই হল উৎসবের মাস। আপনিও যদি ভেবে থাকেন এই উৎসবের মাসে বিদ্যুতের (Electricity) দাম কমতে চলেছে তাহলে দাঁড়ান। কারণ এবার বড় ধাক্কা খেতে চলেছেন আম জনতা। এবার রাজ্য সরকার (State Government) এক ধাক্কায় ৫ থেকে ৭ শতাংশ বাড়িয়ে দিতে চলেছে বিদ্যুতের দাম। ফলে ঘণ্টার পর ঘণ্টা ধরে টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান চালিয়ে রাখার দিন শেষ হতে চলেছে। এদিকে রাজ্য সরকারের এহেন বিদ্যুতের বিলের দাম বাড়ানোর সিদ্ধান্তে ধাক্কা খেতে চলেছেন লক্ষ লক্ষ মানুষ। ইতিমধ্যে একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
যদিও পশ্চিমবঙ্গ (West Bengal) নয়, এই বিদ্যুতের দাম বাড়তে চলেছে ত্রিপুরায় (Tripura)। জানা গিয়েছে, ত্রিপুরা স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল) বিদ্যুতের দাম বাড়াতে চলেছে। এবার বিদ্যুতের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ বাড়তে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন রাজ্য সরকারের এক কর্মকর্তা। চলতি বছরের ১ অক্টোবর থেকে এই নতুন হার কার্যকর হবে। ২০২১-২২ অর্থবছরে টিএসইসিএল-এর মোট লোকসান হয়েছে ২৮০ কোটি টাকা এবং চলতি অর্থবছরের প্রথম তিন মাসে লোকসান হয়েছে ৮০ কোটি টাকা।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, উৎসবের আবহে এরকম আচমকা কেন বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার? বিদ্যুতের দাম বাড়ার পেছনে প্রধান কারণ গ্যাসের দাম বৃদ্ধি। গত কয়েক বছরে তা বেড়েছে প্রায় ১৯৬ শতাংশ। সরকার জানিয়েছে, আগে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ইউনিট চালানোর জন্য টিএসইসিএল প্রতি মাসে গ্যাস কিনতে ১৫ কোটি টাকা ব্যয় করত, কিন্তু এখন এই ব্যয় বেড়ে মাসিক ৩৫-৪০ কোটি টাকা হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই।
উল্লেখ্য, টিএসইসিএল সর্বশেষ ২০১৪ সালে বিদ্যুতের দাম সংশোধন করেছিল এবং বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে প্রায় ১০ লক্ষ বিদ্যুৎ গ্রাহক রয়েছে।