অত্যাধিক বিদ্যুতের বিল? আর নেই চিন্তা! বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার, খুশি গ্রাহকরা

বাড়তি বিদ্যুতের বিল (Electric Bill) নিয়ে সকলেই চিন্তায় থাকেন। সাধারণ মধ্যবিত্ত ঘরে হাজার টাকা যদি বিদ্যুতের বিল আসে তা মেটাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়। অন্ন,বস্ত্র, বাসস্থানের মতই মানুষের দৈনন্দিন জীবনে বিদ্যুতের ভূমিকা অপরিসীম। তবে এই বিদ্যুতের বিল মেটাতে গিয়ে অনেকেরই একসময় পকেট ফাঁকা হয়ে যায়। তবে আপনাকে যদি বলা হয় আপনিও এবার থেকে ইনস্টলমেন্টে বিদ্যুতের বিল পেমেন্ট করতে পারবেন তাহলে কেমন হয়? হ্যাঁ শুনতে অবিশ্বাস্যকর মনে হল এটাই সত্যি। মূলত যারা ঊর্ধ্বমুখী বিদ্যুতের বিল নিয়ে এতদিন সমস্যা সম্মুখীন হয়েছিলেন এবার তাদের জন্য বড় সুখবর দিতে চলেছে রাজ্য সরকার।

আপনার কাছে যদি ক্রেডিট কার্ড (Credit Card) থেকে থাকে তাহলে সোনায় সোহাগা। কারণ এখন আপনি ক্রেডিট কার্ড দিয়ে সহজ কিস্তিতে অরেঞ্জ পে (Orange Pay) অ্যাপের মাধ্যমে আপনার বিদ্যুৎ-এর বিল পরিশোধ করতে পারবেন। বলে দিই, বিহারের পূর্ণিয়ায় বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের জন্য অরেঞ্জ পে অ্যাপ চালু করেছে।

বিদ্যুৎ বিভাগের অরেঞ্জ পে অফিসার প্রসূন কুমার বলেন, শুধু পূর্ণিয়া নয়, উত্তর বিহারের যে কোনও বিদ্যুৎ গ্রাহক অরেঞ্জ পে-এর মাধ্যমে সহজ কিস্তিতে তাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আরও বলেন, অরেঞ্জ পে’র মাধ্যমে যেকোনো বিদ্যুৎ গ্রাহক সহজ কিস্তিতে বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন। তবে অরেঞ্জ পে অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ জমা দিতে গ্রাহকদের ক্রেডিট কার্ড থাকতে হবে। তাদের যে কোনো ব্যাংকের অ্যাক্টিভ ক্রেডিট কার্ড থাকতে হবে, তবেই তারা অরেঞ্জ পে’র মাধ্যমে সহজ কিস্তিতে তাদের বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন।

উল্লেখ্য, এর আগে পূর্ণিয়ার বাসিন্দাদের বিদ্যুৎ বিল বেশি হলে সহজ কিস্তিতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হলে কিলোমিটারের পর কিলোমিটার পথ অতিক্রম করে বিদ্যুৎ অফিসে যেতে হতো। এছাড়াও, তাদের আংশিক অর্থ প্রদানের জন্য আবেদন এবং অনুরোধ করতে হয়েছিল, তবে অরেঞ্জ পে প্রবর্তনের সাথে সাথে বিদ্যুৎ গ্রাহকদের আর অফিসে যেতে হবে না। তারা নিজেরাই সহজ কিস্তিতে বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন এই বিশেষ Oranga Pay App-এর মাধ্যমে। এর জন্য আপনার কাছে থাকতে হবে ক্রেডিট কার্ড তবেই আপনি এই অ্যাপের সাহায্য নিতে পারবেন।

electric meter

এই অ্যাপের কিভাবে ব্যবহার করতে হবে সে ব্যাপারে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দু থেকে চারদিনের একটি প্রশিক্ষণও দেওয়া হবে। উদাহরণস্বরূপ, অনলাইনে কেনাকাটা করতে ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজ কিস্তিতে যে কোনও পণ্য অর্ডার করা হয়। একইভাবে অরেঞ্জ পে অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকরা সহজেই কিস্তিতে বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন। তারা সহজেই তাদের স্মার্টফোনে অরেঞ্জ পে অ্যাপ ইনস্টল করে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন বলে প্রসূন কুমার জানিয়েছেন।