পুজো দেখে ভোর রাতেও ফিরতে পারবেন বাড়ি! হাওড়া থেকে অজস্র ট্রেন দিল রেল, রইল সময়সূচী

দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন সকলে। রাস্তা থেকে শুরু করে একের পর এক প্যান্ডেলে মানুষের ভিড় একপ্রকার উপচে পড়ছে। আর এই ভিড় হবে নাই বা কেন, সারাটা বছর মানুষ পুজোর এই কটা দিনের জন্য অধীর আগ্রহের অপেক্ষা করে থাকেন। ফলে এই পুজো নিয়ে মানুষের মধ্যে এক আলাদাই উন্মাদনা কাজ করে। সারা রাত ধরে চলছে প্যান্ডেল হপিং, খাওয়া, দাওয়া, আড্ডা, হৈ হুল্লোড় কত কি। একপ্রকার দুর্গাপুজো একদম জমজমাট হয়ে উঠেছে। প্রত্যেক বছর ধুমধামের সঙ্গে দুর্গাপুজো আয়োজিত হয় বাংলায়। না শুধু বাংলায় বললে ভুল হবে, এখন বিদেশেরও বহু জায়গায় মহা সমারোহের সঙ্গে উদযাপিত হয় এই পুজো।

   

যাইহোক, অনেকেই আছেন যারা রাত জেগে ঠাকুর দেখতে পছন্দ করেন। তবে রাত জেগে পুজো দেখলেও একটা চিন্তা সকলের মাথায় ঘোরাফেরা করে, আর তা হল ট্রেন, বাস, মেট্রো থাকবে তো? অন্যান্য বছরের মতো এ বছরও কিন্তু সকলের মনে এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন উঠছে, সারা রাত লোকাল ট্রেন চলবে তো? বিশেষ করে যারা হাওড়া ডিভিশনে চলাফেরা করেন তাঁরা প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই।

তবে চিন্তা নেই, আপনিও যদি ট্রেনে করে বাড়ি ফেরার ভাবনা চিন্তা করছেন তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এই পুজোর সময়টায় অনেকেই আছেন যারা শহর থেকে গ্রামে আবার গ্রাম থেকে শহরে ঠাকুর দেখতে আসেন। আর সেই সকল পুজো প্রেমীদের কথা ভাবনা চিন্তা করে বড় সিদ্ধান্তের পথে হাঁটল রেল (Indian Raiways)। রাত একটার পরেও ট্রেন মিলবে বলে জানিয়ে দিয়েছে পূর্ব রেল। কোন কোন ট্রেন পাওয়া যাবে জানেন?

howrah stn r32

১) হাওড়া-বর্ধমান একজোড়া ইএমইউ স্পেশাল ট্রেন বর্ধমান থেকে রাত ৯.৪০ মিনিটে ছাড়বে এবং সেটি ব্যান্ডেল হয়ে হাওড়া পৌঁছাবে। এরপর এই ট্রেনটি ফের হাওড়া থেকে ছাড়বে ১২টা ৪৫ মিনিটে।
২) হাওড়া-বর্ধমান দুটি ট্রেন চলবে ডানকুনি হয়ে। রাত ১০:৩০ মিনিটে ট্রেনটি বর্ধমান থেকে ছাড়বে এবং ডানকুনি হয়ে হাওড়া এসে ফের সেটি রাত ১:১৫ মিনিটে বর্ধমানের দিকে ছাড়বে।
৩) হাওড়া-ব্যান্ডেল একজোড়া ইএমইউ স্পেশাল ব্যান্ডেল থেকে রাত ১১:৩০ টায় ছেড়ে হাওড়া পৌঁছবে এবং সেটি আবার রাত ১ টার সময়ে হাওড়া থেকে ছাড়বে।
৪) শ্যাওড়াফুলি-তারকেশ্বর একজোড়া ইএমইউ স্পেশাল চলবে। তারকেশ্বর থেকে ট্রেনটি ছাড়বে রাত ১১টায় এবং সেটি হাওড়া থেকে ছাড়বে রাত ১২:২৫ মিনিটে।
৫) এরপর হাওড়া-বর্ধমান (ভায়া ব্যান্ডেল) একজোড়া মেমু লোকাল হাওড়া থেকে ছাড়বে রাত ১:৫০ মিনিটে। আগামী ২৪ অক্টোবর অবধি চলবে এই ট্রেন পরিষেবা।