স্টেশন থেকে বেরিয়েই বড়বড় পুজো, মেট্রো রেলের এই রুটগুলিতে সহজেই দেখতে পারবেন ঠাকুর

একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আজ বলতে গেলে দুর্গাপুজোর দ্বিতীয়া ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাতে শুরু করেছেন মানুষজন রাস্তায় উপচে পড়ছে মানুষের ঢল। অন্যান্য বছরে তুলনায় এ বছর যেন মানুষ অনেক আগে থেকেই ঠাকুর দেখতে রাস্তায় বেরিয়ে পড়েছেন।

   

এদিকে মানুষের কথা ভাবনা চিন্তা করে একাধিক পুজো প্যান্ডেল অনেক আগে থেকেই নিজেদের প্যান্ডেল সর্বসাধারণের জন্য খুলে দিয়েছে। উত্তর কলকাতা হোক বা দক্ষিণ কলকাতা, দুর্গাপুজো মানেই হল একের পর এক জায়গায় গিয়ে প্যান্ডেল হপিং করা। পুজোর পাঁচটা দিনকে ঘিরে মানুষের মধ্যে অনেক রকম আশা-আকাঙ্ক্ষা কাজ করে। অনেকের অনেক রকম প্ল্যানও হয়ে থাকে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে কি জামা কাপড় পরা হবে, কোন কোন জায়গায় ঠাকুর দেখতে যাওয়া হবে, কী কী খাওয়া হবে সেই নিয়ে চলে বিস্তর প্ল্যান।

তবে অনেক সময়ই দেখা গিয়েছে পুজোর আনন্দ মাটি করে দেয় নাছোড়বান্দা ট্রাফিক জ্যাম। পুজোর সময় যেন মনে হয় মানুষের তুলনায় গাড়ির সংখ্যা বেশি বেড়ে গিয়েছে অনেক সময় দেখা গিয়েছে এই ট্রাফিক জ্যামের কারণে অনেকেরই ঠাকুর দেখার আনন্দটাই মাটি হয়ে গিয়েছে। আপনি যদি না চান যে পুজোর আনন্দ আপনার মাটি হোক তাহলে আপনারও ব্যতিক্রম অপেক্ষা করছে আর তা হলো মেট্রো পরিষেবা।

আপনি কম সময়ের মধ্যে বেশ ভালো ভালো কিছু জায়গায় পৌঁছে যেতে পারেন এই মেট্রো করেই। আজ এই প্রতিবেদনে মাধ্যমে এমন কিছু মেট্রো স্টেশনের নাম বলা হবে যেখানে আপনি স্টেশন থেকে বেরিয়েই একদম সটান পুজো মন্ডপে গিয়ে হাজির হতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন তাহলে আর দেরি না করে ঝটপট করে ফেলুন এই প্রতিবেদনটি। প্যান্ডেল হপারদের জন্য মেট্রো একটি বিকল্প এবং দ্রুত পরিবহণের মাধ্যম হয়ে উঠেছে। ইতিমধ্যেই মেট্রোরেল কর্তৃপক্ষ দুর্গাপুজোর সময় উত্তর-দক্ষিণ এবং ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনগুলির বিভিন্ন মেট্রো স্টেশনগুলিতে প্রত্যাশিত ভিড়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।

প্যান্ডেল হোপাররা দমদম মেট্রো স্টেশনে নেমে দমদম পার্ক তরুণ সংঘ, সিঁথির মোড় বন্ধুদল স্পোর্টিং ক্লাব এবং দমদম পার্ক যুব বৃন্দ দুর্গাপুজো দেখতে পারেন। এদিকে আপনি যদি বেলগাছিয়া স্টেশনে নামেন তাহলে সেখান থেকে টালা পার্ক প্রত্যয়, শ্রী ভূমি স্পোর্টিং ক্লাব রেলওয়ে আবাসিক সংঘ, বেলগাছিয়া সার্বজনীন, নতুন পল্লী প্রদীপ সংঘ, লেকটাউন অ্যাসোসিয়েশন, ভরতচক্র,
এবং একে ব্লক অ্যাসোসিয়েশনের ঠাকুর পরিদর্শন করতে পারেন।

metro puja

এছাড়া আপনার গন্তব্য যদি শ্যামবাজার মেট্রো স্টেশন হয়ে থাকে তাহলে আপনি নেমে দেখে নিতে পারেন বাগবাজার, শ্যাম স্কোয়ার, ফ্রেন্ডস ইউনিয়ন, জগৎ মুখার্জী পার্ক-এর পুজো মন্ডপ।  এরই সঙ্গে আপনি যদি শোভাবাজার মেট্রো স্টেশনে নামেন তাহলে আপনার তো একদম সোনায় সোহাগা হয়ে যাবে কারণ সেখান থেকেই আপনি একের পর এক পুজো মণ্ডপ দেখে নিতে পারেন। যেমন শোভাবাজার থেকে নেমে আপনি আহিরিটোলা, বেনিয়াটোলা, কুমারটুলি পার্ক, হাতিবাগান সার্বজনীন, নর্থ ত্রিধারা, নলীন সরকার স্ট্রিট, নবীন পল্লী, সিকদার বাগান, অ্যাটলাস ক্লাব, গৌরিবাড়ি, তেলেঙ্গানা বাগান, চালতা বাগানের পুজো দেখে নিতে পারেন।