সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখছেন কলকাতা শহরের মানুষ থেকে শুরু করে রাজ্যের মানুষজন। সেইসঙ্গে বইছে ঠাণ্ডা আবহাওয়া। বেশ কিছুদিন ধরেই রাজ্যের আবহাওয়ার বদল ঘটেছে। বৃষ্টির চোখ রাঙানির মাঝেই শীত শীত অনুভব হচ্ছে বাংলাজুড়ে। রাতের দিকে হোক বা সকালবেলা, গায়ে চাদর দেওয়া এখন মাস্ট হয়ে উঠেছে বৈকি। যদিও বেলা বাড়তেই সেই শীতল আবহাওয়া যেন উবে যায়। তবে মাঝে মধ্যে শীতল হাওয়া এসে জানান দিয়ে দেয় যে শীত আসন্ন। যাইহোক, এখন পুজোর মরসুম চলছে। আজ মহা সপ্তমী। সকাল শুধু সন্ধেবেলাতেই নয়, মানুষ এখন সকাল থেকেই ঠাকুর দেখার উদ্দেশ্যে রাস্তায় নেমে পড়েছেন বৈকি। রাস্তাঘাটে ব্যাপক যানজটের অবধি সৃষ্টি হয়েছে।
এদিকে দুর্গাপুজোর মাঝেই চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়। যে কারণে উৎসব প্রিয় বাঙালির মন খুবই খারাপ। আজ দুপুরের পরে বা বিকেলের দিকে কি আপনি ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন? জানেন কি কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি হবে নাকি শুষ্ক আবহাওয়া থাকবে জানেন সে ব্যাপারে?
এই নিয়ে বড় রকমের আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস, যা শুনে আপনার মন আরও খারাপ হয়ে যেতে পারে বৈকি। কারণ আজ সপ্তমীর দিনেও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর মৌসম ভবন। পুজোর আনন্দে আপনার একপ্রকার ভাটা পড়তে চলেছে। আজ শনিবার হুগলি, হাওড়া, বর্ধমান, দুই ২৪ পরগণা, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
যদিও উত্তরবঙ্গে এখন আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিশেষত উত্তরবঙ্গে পুজোর এই চারদিন বৃষ্টি নয়, বদলে শুকনো আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। রবিবার তা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।