উৎসবের আবহে একদিকে যখন গোটা দেশে খুশি খুশি ভাব তখন অন্যদিকে নতুন করে ফের আবহাওয়া বদলের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। একের পর এক রাজ্যে বৃষ্টি, সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (India Meteorological Department)। IMD-র পূর্বাভাস শুনে আপনারও উৎসবের আনন্দ একপ্রকার নেতিয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দেশে এখন লাইন দিয়ে একের পর এক উৎসব রয়েছে। এখন দুর্গাপুজো, নবরাত্রি চলছে। এরপরেই আসছে লক্ষ্মীপুজো, দীপাবলি, ধনতেরস, ভাইফোঁটা। কিন্তু এসবের মধ্যেই চোখ রাঙাচ্ছে বৃষ্টি। এই নাছোড়বান্দা বৃষ্টি যেন কিছুতেই মানুষের পিছু ছাড়তে চাইছে না। অক্টোবর মাসের অর্ধেকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বৃষ্টি যেন থামছে না। আগামী ২৪ ঘণ্টায় ফের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আগামী ২৪ ঘণ্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া এক থেকে দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু এবং কেরালার কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সিকিম, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের উপকূলীয় অঞ্চল এবং পশ্চিম হিমালয় অঞ্চল সহ উত্তর-পূর্ব ভারতের অনেক অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আর এই নিম্নচাপের দাপটেই একের পর এক রাজ্য বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
জানা যাচ্ছে, শুক্রবার দুপুরের মধ্যে পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে চলেছে। এরপর এটি আগামী ২১ অক্টোবর শনিবারের মধ্যে মধ্য আরব সাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হবে। এদিকে একের পর এক রাজ্যে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আর এই হাওয়ার গতিবেগ হতে পারে ৭০ কিমি। আবহাওয়ার এহেন মতিগতি দেখে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের পূর্ব-মধ্য আরব সাগর এবং দক্ষিণ-পশ্চিম আরব সাগরে যেতে নিষেধ করা হয়েছে।