নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখার জোড়া ফলা! আজ থেকেই তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে, কবে থেকে কোথায় ভারী বর্ষণ

সবকিছু ঠিকঠাক থাকলে আজ থেকে আমূল বদলে যেতে পারে রাজ্যের (West Bengal) আবহাওয়া। জায়গায় জায়গায় ঝেপে বৃষ্টি নামার আশঙ্কা জারি রয়েছে আজ শনিবার। এমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

প্রবল বর্ষণে ভাসবে কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গের (North Bengal) একের পর এক জেলা। ইতিমধ্যে শহরের আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। তাপমাত্রারও হেরফের ঘটেছে কিছুটা। ফলে অনেকেই আশঙ্কা করছেন যে এবার হয়তো বদল ঘটবে আবহাওয়ার।

হাওয়া অফিস জানাচ্ছে বর্তমান একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার জেরে বাংলায় একের পর এক জেলায় প্রবল বর্ষণ হতে পারে। আর এই নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে (Bay Of Bengal)। মৌসম ভবনের আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ শনিবার ও আগামীকাল রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে এই বিশেষ কারণে তাপমাত্রা ও রবিবার থেকে কিছুটা কমবে বলে আশাবাদী সকলে।

যদিও উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে না। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবহাওয়া প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, ‘এই মুহূর্তে আমাদের অঞ্চলে মূলত দুটি সিস্টেম আছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। সেটা উত্তরবঙ্গের দিকে রয়েছে। তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নিম্ন চাপের কারণেই দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।