সাগরে ফুঁসছে নিম্নচাপ, ধেয়ে আসছে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া-তুমুল বৃষ্টি! পুজোয় কী হবে দক্ষিণবঙ্গে?

সবই ঠিক চলছিল, কিন্তু হঠাৎই যেন ঘটলো ছন্দপতন। আবহাওয়া নিয়ে বড় রকমের আপডেট দিল আলিপুর মৌসম ভবন, যা শুনে হয়তো আপনারও মন খারাপ হয়ে যেতে পারে পুজোর আবহে। বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া একদমই শুকনো ছিল, এমন বেশ কিছুটা ঠাণ্ডা অনুভব করছিলেন মানুষজন।

   

রাজ্যের আকাশ থেকে দুর্যোগের কালো মেঘ সরে গিয়েছে বেশ কয়েকদিন হল। উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কয়েকদিন হল কোনরকম বৃষ্টি আর হয়নি। এদিকে দক্ষিণবঙ্গর থেকে নাছোড়বান্দা বর্ষা বিদায় নিয়েছে বলে খবর। এসবের মাঝেই নতুন করে এবার তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। একটি বললে ভুল হবে, এবার দুর্গাপুজোর আবেহে জোড়া নিম্নচাপ তৈরি হচ্ছে। এমনই জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বা আইএমডি (IMD)।

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, বাকি তারপরেই বাংলা সহ গোটা দেশ দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবে। শুধু তাই নয়, নবরাত্রিও শুরু হয়ে গিয়েছে। সকলেই এখন উৎসবের আমেজ গায়ে মেখে খুশি খুশি রয়েছেন। সেখানে আবহাওয়া দপ্তরের নিম্নচাপ এর পূর্বাভাস সকলেরই মন খারাপ করে দিয়েছে। ফের একবার কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। আইএমডির বিজ্ঞানীরা জানাচ্ছেন, উপকূলীয় তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে লাক্ষাদীপ এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং কেরল উপকূলের উপর। সেটার প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

এদিকে এই জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ফলায় একাধিক রাজ্যের নকশাই বদলে যেতে চলেছে একপ্রকার। জানা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, উত্তাল থাকতে পারে সমুদ্র, সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এদিকে সোমবার লাক্ষাদীপ ও দক্ষিণ কর্ণাটকের একাংশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন কেরালারও কয়েকটি অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।