অষ্টমীতেই তৈরি হবে গভীর নিম্নচাপ! দ্বাদশী পর্যন্ত ভাসবে দক্ষিণবঙ্গের বহু জেলা, জারি অ্যালার্ট

আজ মহাসপ্তমীর সকাল থেকেই রোজ ঝলমলে আকাশে সাক্ষী দেখেছেন রাজ্যের মানুষজন। তবে এখনই খুশি হবার কিছু নেই, কারণ একটি নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, যার দাপট আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যবাসী দেখতে শুরু করবেন বলে দাবি করছে আলিপুর আবহাওয়া অফিস। কার্যত পুজোর আনন্দ আপনারও ভন্ডুল হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

   

যে নিম্নচাপটি তৈরি হয়েছে তা ক্রমেই আরো শক্তিশালী হয়ে উঠছে বলে জানা গিয়েছে। আগামীকাল রবিবার অর্থাৎ মহাষ্টমীর সকাল থেকেই ধীরে ধীরে কালো মেঘে ঢাকতে শুরু করে দেবে রাজ্যের আকাশ আপনারা যদি আগামীকাল কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা হয়ে থাকে তাহলে ছাতা কিন্তু সঙ্গে নিয়ে বেরোতে ভুলবেন না। এসব বৃষ্টির ভ্রূকুটির মাঝেই লাল সর্তকতা জারি করল আলিপুর মৌসম ভবন। কারণ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তেজ (Cyclone Tej)।

আর এই তেজের দাপটে উত্তাল থাকবে সমুদ্র উথাল পাথাল আবহাওয়া বজায় থাকবে। শুধু নবমী বা দশমী নয় আগামী দ্বাদশী অবধি রাজ্যে প্রবল বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। একদিকে যখন শীত পড়তে শুরু করেছে তখন নতুন করে বৃষ্টির চোখ রাঙানি সকলের চিন্তায় বাড়িয়েছে। জানা যাচ্ছে, আগামী সোমবার থেকেই রাজ্যের একের পর এক জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতায় খুব হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে। আগামী দ্বাদশী অবধি এরকম আবহাওয়া থাকবে রাজ্যের বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের।

weather

ইতিমধ্যে প্রশ্ন উঠছে, গভীর নিম্নচাপের অভিমুখ কোনদিকে থাকবে? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, অষ্টমীর সকাল পর্যন্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে সেই নিম্নচাপ। তারপর উত্তর ও উত্তর-পূর্ব বাঁক খেয়ে বাংলাদেশের দিকে চলে যাবে। যদিও মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের।