বিসর্জনের প্ল্যান যাবে ভেস্তে, কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের ৭ জেলায় তুমুল বৃষ্টি! হয়ে যান সতর্ক

উমার বিদায়বেলায় বাংলায় (West Bengal) নতুন করে ঘূর্ণিঝড়ের (Cyclone) ভ্রূকুটি। বিদায়বেলাতেও রাজ্যের আবহাওয়া তোলপাড় হতে পারে যে কোনও সময়ে। হ্যাঁ এমনই পূর্বাভাস জারি করে সকলকে চমকে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস থেকে শুরু করে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (India Meteorological Department)।

   

আজ দশমী। চারিদিকেই একপ্রকার বিষাদের সুর। বাতাসেও যেন বিষাদের সুর মিশে গিয়েছে। সকলের চোখে জল। এদিকে প্যান্ডেলে প্যান্ডেলে চলছে উমার বরণ। কারণ আজ যে ফের ফিরে যাওয়ার পালা তাঁর। এদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘হামুন’। আবহাওয়া অধি দফতরের বুলেটিনে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট চাপের কারণে কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় হামুন ধেয়ে আসতে পারে। একাধিক জায়গায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বিশেষ করে বাংলার কিছু জেলার ক্ষেত্রে চরম সতর্কতা জারি করা হয়েছে। আপনিও কি আজ বিকেলের দিকে বাইরে ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল খুবই খারাপ খবর। কারণ এই ঘূর্ণিঝড় হামুনের কারণে কলকাতা শহর থেকে শুরু করে বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে।

মৌসম ভবনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টির অভিমুখ উত্তর-উত্তর-পূর্বদিকে। আগামীকাল, বুধবার দুপুরে বাংলাদেশে ল্যান্ডফল করবে হামুন। ঘূর্ণিঝড়ের জেরে ইতিমধ্যেই একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এমনকি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা অবধি জারি করা হয়েছে। কারণ সমুদ্র একপ্রকার উত্তাল হয়ে উঠেছে। ইতিমধ্যে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া।

weather wb oct

এই হামুনের (Cyclone Hamoon) বড়সড় প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের (South Bengal) সাত জেলায়। হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম এবং কলকাতার কয়েকটি জায়গায়।