একটা ভালো চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরছেন রাস্তায় রাস্তায়? তবে আপনার অপেক্ষার দিন শেষ, কারণ রাজ্য সরকার (Government Of West Bengal) এমন এক উদ্যোগ নিয়ে যার কারণে বহু কর্মসংস্থান (Recruitment) হবে বলে আশা করা হচ্ছে। এদিকে রাজ্য সরকারের এহেন উদ্যোগের কারণে হাজার হাজার যুবক ও যুবতীর মুখে হাসি ফুটেছে বলে খবর। ইতিমধ্যে পঞ্চায়েত ভোট মিটতেই একের পর এক সরকারী দফতরে চাকরির দরজা খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। সেইসঙ্গে যারা ব্যবসা (Business) করছেন তাঁদের সাহায্য করতেও উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
এসবের মাঝেই রাজ্যের বুকে চালু করা হল দুটি পাইকারি পোশাকের হাট। রাজ্যের এহেন এই উদ্যোগের কারণে বাংলার বহু যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার রাস্তাও মসৃণ হবে বলে অনুমান করছে বিশিষ্টজনেরা। কী এই হাট?
বিশ্বমানের পাইকারি হাট “সৃজন গ্লোবাল হাট” (Srijan Global Haat) তার দরজা খুলে দিয়েছে। এর আগে হাটগুলি খুব বেশি সংগঠিত ছিল না, বিশেষত মেটিয়াব্রুজ, হাওড়া বা এমনকি মঙ্গলা হাটের মতো অঞ্চলে। কিন্তু সম্প্রতি অঙ্কুরহাটির মতো জায়গায় জেপি হাট, কলকাতা ইন্টারন্যাশনাল হাটের মতো নতুন হাট তৈরি করা হয়েছে, যেখানে অনেকেই বর্তমানে ব্যবসা করছেন।
সম্প্রতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফরহাদ হাকিম এই বিশেষ হাটের উদ্বোধন করেন। এই হাটগুলি থেকে সস্তায় পোশাক কিনতে পারবেন রাজ্যের জন সাধারণ। এছাড়া, জিনিসপত্রের আদানপ্রদানের কারণে অর্থ রোজগার করতে পারবেন পোশাক শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। রাজ্য সরকারের তরফে চালু হওয়া “সৃজন গ্লোবাল হাট”-এর জেরে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে সরকার। বহু বেকার যুবক ও যুবতীরা একটি আলাদাই মাত্রা পেতে পারেন।
হাটের প্রাথমিক ফোকাস হ’ল একটি এক্সক্লুসিভ পাইকারি গার্মেন্টস বাজার চালু করা যা পোশাক প্রস্তুতকারকদের চাহিদা পূরণ করে। গ্লোবাল হাটের মোট আয়তন প্রায় ৫.৫ একর। পোশাক প্রস্তুতকারকদের থাকার জন্য ডিজাইন করা স্থান সহ, সৃজন গ্লোবাল হাট শিল্পের সঙ্গে জড়িতদের জন্য সুযোগের একটি নতুন যুগ। সৃজন গোবল হাট সংলগ্ন লজিস্টিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলেছেন, যেখানে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ কাজ করছেন। গ্লোবাল হাটে মোট স্টলের সংখ্যা ৫০।