চার চারটি ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় রুদ্রমূর্তি ধারণ করবে আবহাওয়া! জারি চূড়ান্ত অ্যালার্ট

ঝমঝমিয়ে বৃষ্টি হলেও গরম যেন কিছুতেই কমার নাম নিচ্ছে না। গতকাল প্রবল বর্ষণের কারণে অর্ধেক শহর একপ্রকার জলের তলায় চলে গিয়েছিল। কাল রীতিমতো প্রকৃতির তাণ্ডবলীলার সাক্ষী থেকেছিলেন গোটা কলকাতাবাসী (Kolkata)। তবে দাঁড়ান, এখনই কিন্তু সব শান্ত হয়নি, বা হবেও না বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আপনিও যদি ভেবে থাকেন যে কালকের মতো অত আর বৃষ্টি হবে না, তাহলে বলব এখনই এত দ্রুত উপসংহারে আসবেন না। কারণ আজ উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গ (South Bengal), প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করবে।

আলিপুর মৌসম ভবন জানাচ্ছে, আজ প্রবল বর্ষণে ভাসবে দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। হবে তুমুল বৃষ্টি। কাঁপবেন রাজ্যের মানুষ। আজ রবিবার। আর সামনে পুজোও আসছে। ফলে আপনিও যদি আজ ছুটির দিনে পুজোর শপিং করতে বাইরে যাওয়ার কথা যদি ভেবে থাকেন তাহলে নিজের সিদ্ধান্ত নিয়ে আরও ১০ বার ভাবুন বৈকি। কারণ আপনার প্ল্যান পণ্ড করে দিতে পারে নাছোড়বান্দা বৃষ্টি।

একের পর এক ঘূর্ণাবর্ত, মৌসুমী রেখার অবস্থান বয়ে আনতে চলেছে প্রবল ঝড়, বৃষ্টি। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

rain storm weather wb s

আগামী মঙ্গলবার অবধি রাজ্যের পরিস্থিতি এমন থাকবে বলে খবর। বিশেষ করে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা শহরে। ইতিমধ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কী পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের নিশ্চিয়ই ভাবছেন? তাহলে আপনাদের জানিয়ে রাখি, আজ ও আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

হাওয়া অফিস বলছে, সকাল ১০টার মধ্যেই বৃষ্টি নামবে। হাওয়া অফিসের মতে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। যেটি কিনা উত্তরবঙ্গের দিকে অভিমুখ করে রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে বঙ্গোপসাগরের চারিদিকে সব মিলিয়ে একাধিক ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে মেঘফাটা বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণ।