সকাল থেকে অস্বস্তিকর গরম। বৃষ্টি হলেও গরম যেন কিছুতেই কাটতে চাইছে না। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে ইতিমধ্যেই বাংলাদেশে (Bangladesh) এক ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আর এই ঘূর্ণাবর্তের কারণে আমূল বদলে যেতে চলেছে পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়া। আজ মঙ্গলবার ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) সবকটি জেলাতেই। কিন্তু কোন কোন জেলায় বৃষ্টি হবে জানেন?
ঘূর্ণাবর্ত প্রসঙ্গে মুখ খুলেছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকছে। বেশি থাকছে আর্দ্রতাও। তাই যতক্ষণ না বৃষ্টি হচ্ছে, ততক্ষণ অস্বস্তিকর আবহাওয়া থাকছে।’
এদিকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও ফের আচমকা রাজ্যের পারদ যেন উর্ধমুখী হয়ে গিয়েছে। বাইরে বেরোতে গেলেই যেন এক প্রকার সকলের কালঘাম বেরিয়ে যাচ্ছে। সেইসঙ্গে সকাল থেকেই আকাশে কালো মেঘ বিরাজ করছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তের কারণে আজ ও আগামীকাল বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রাজ্যের পশ্চিমাঞ্চলের দু’একটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এছাড়া গরমও বজায় থাকবে। আজ বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রামে।
আরও পড়ুনঃ মনোরম পরিবেশ, দিঘা-পুরীর মতোই সুন্দর! কলকাতার কাছেই রয়েছে জন্নত! মিলবে ঝাঁকে ঝাঁকে ইলিশও
অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে জানেন কিছু? দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ভারী বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না কালিম্পংও।