দিঘায় গেলে হয়ে যাবেন হতাশ! কড়া নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন, প্ল্যান করার আগে জানুন

বঙ্গোপসাগরে (Bay Of Bengal) ফুঁসছে গভীর নিম্নচাপ। উত্তাল রয়েছে সমুদ্র। এই নিম্নচাপের দাপটে বাংলার একের পির এক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে উপকূলীয়বর্তী জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে খবর।

   

wb weather cyclone

ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন (Cyclone) ‘মিধিলি’। এই মিধিলি এখনও অবধি কোথাও ল্যান্ডফল না করলেও এর জেরে ইতিমধ্যে বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে বলে খবর। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জেলা যেমন দিঘায় (Digha) বৃষ্টি শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পূর্ণ শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। বর্তমানে এটি ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিমি পূর্বে, দিঘা থেকে ২০০ কিমি দক্ষিণ দক্ষিণপূর্ব দূরে রয়েছে।

এদিকে এই ঘূর্ণিঝড়ের চোখ রাঙানির মাঝেই কি আপনি দিঘা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? অনেকেই আছেন যারা উত্তাল সমুদ্র দেখতে পছন্দ করে থাকেন, আপনিও কি সেই তালিকায় পড়েন? অপনিৰ্কী এই সময়ে দিঘায় ঘুরতে যাওয়ার তালে রয়েছেন? তাহলে আপনার জন্য রইল একই জরুরি খবর। বিপদে পড়ার আগে আপনারও একবার এই প্রতিবেদনটি পড়ে নেওয়া জরুরি।

সাইক্লোন মিধিলি নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে এটি ৮০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে। ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগে নিষেধাজ্ঞা অবধি জারি করা হয়েছে। এরইসঙ্গে এহেন দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কেন্দ্র করে দিঘা থেকে শুরু করে মন্দারমণিতে প্রশাসনের তরফে চলছে মাইকিং। চলছে বৃষ্টিও।

digha rain

এমনকি দিঘা-সহ সংলগ্ন এলাকায় পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা অবধি জারি করা হল প্রশাসনের তরফে। বৃহস্পতিবার এ নিয়ে দিঘা থানা এলাকার পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর অর্থাৎ শনিবার অবধি সমুদ্রে স্নান করতে পারবেন না পর্যটকরা বলে জানিয়ে দেওয়া হয়েছে।