আজ থেকেই লাগু নতুন নিয়ম! গাড়ি, বাইক চালানোর সময় এই ভুল করলেই ৫ হাজার টাকার চালান

গাড়ি (Car) বা বাইক (Motorcycle) চালাতে চালাতে আপনি যদি মোবাইল ফোনে (Mobile Phone) কথা বলতে গিয়ে ধরা পড়েন তাহলে কিন্তু আর রক্ষে নেই। যদি এই কাজ করতে গিয়ে ধরা পড়ে যান তাহলে গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। তাও আবার ৫ হাজার টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন, সম্প্রতি এমনই নিয়ম লাগু হতে চলেছে রাজ্যে। গোটা রাজ্যজুড়ে আজ থেকেই এই নিয়ম লাগু হতে চলেছে কিন্তু।

জানা গিয়েছে, এই নিয়ম লাগু হতে চলেছে বিহারে (Bihar)। গতকাল বুধবার থেকেই রাজ্যে এই নতুন ট্রাফিক আইন কার্যকর হয়েছে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জরিমানার পরিমাণ বাড়িয়েছে রাজ্য পরিবহন বিভাগ। এই নতুন নিয়ম অনুযায়ী ন্যূনতম জরিমানা ১০০০ টাকা এবং সর্বোচ্চ জরিমানা হবে ৫০০০ টাকা।

নতুন ট্রাফিক আইন অনুযায়ী, কোনও চালক যদি মোবাইল ফোনে কথা বলার সময় গাড়ি চালান তবে তাকে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। অটো, ফোর হুইলার এবং বাইক চালকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এ ছাড়া যারা বিপজ্জনক রোড স্টান্ট করছেন তাদের ওপরও নতুন করে জরিমানা আরোপ করা হবে।

এই নতুন ট্র্যাফিক নিয়মের বিজ্ঞপ্তিটি ১৮ আগস্ট জারি করা হয়েছিল এবং এটি রাজ্যপালের অনুমোদনও পেয়েছে। এদিকে এই বিজ্ঞপ্তি জারির পাঁচ কর্মদিবস পর তা বাস্তবায়ন করা হবে বলেও  উল্লেখ করা হয়েছে। পুরো বিহারে এই নতুন ট্র্যাফিক নিয়ম কার্যকর করা হয়েছে। পরিবহন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে এই নতুন নিয়ম নেওয়া হয়েছে। কর্মকর্তারা আরও জানান, চালকদের উচিত এই নতুন নিয়ম মেনে নিরাপদে গাড়ি চালানো।