শাহরুখ খান (Shah Rukh Khan) গোটা পৃথিবীতে বিখ্যাত। বর্তমান সময়ে গোটা দেশ ‘জওয়ান’ জ্বরে কাবু। সুপার ডুপার হিট হয়েছে শাহরুখের এই সিনেমা। চলতি বছরেই তিনি আরও এক ব্লকব্লাস্টার সিনেমা সিনেমাপ্রেমীদের উপহার দেন শাহরুখ। আর সেই সিনেমা হল ‘পাঠান’। শাহরুখে পরিচিতি শুধু মাত্র ভারতেই (India) সীমাবদ্ধ নেই, তাঁর পরিচিতি গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। জীবনে হয়তো এমন কম দেশই আছে যেখানে তিনি যাননি। যদিও এমন এক জায়গা আছে যেখানে তিনি কখনও যাননি। বা বলা ভালো, তিনি কখনও সেখানে যেতে চান না। অমিতাভ বচ্চনের ’কৌন বানেগা ক্রোড়পতি-তে হাজির হয়েছিলেন ‘কিং খান’ শাহরুখ খান। সেখানে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) এক প্রশ্নের উত্তরে গোটা ব্যাপারটি খোলসা করেন যে কেন তিনি কাশ্মীরে যেতে চান না।
তাঁর কাশ্মীরে না যাওয়ার কাহিনী শুনলে চোখের জল ধরে রাখতে পারবেন না আপনিও। অমিতাভকে শাহরুখ খান জানান, তাঁর ঠাকুমা কাশ্মীরের বাসিন্দা ছিলেন। শাহরুখ জানান যে তাঁর বাবা তাজ মহম্মদ পৃথিবীর তিনটি জায়গায় ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। একটি হল ইটালি, দ্বিতীয়টি হল ইস্তানবুল ও তৃতীয়টি হল কাশ্মীর। প্রথম দুটি দেশ ঘুরলেও কিন্তু কাশ্মীর আর যাওয়া হয়ে ওঠেনি শাহরুখের। কারণও জানিয়েছেন অভিনেতা।
শাহরুখের মতে, তাঁর বাবা নাকি বলেছিলেন যে তাঁকে ছাড়া ইটালি, ইস্তানবুল শাহরুখ ঘুরতে পারে কিন্তু কাশ্মীর যেন তাঁর সঙ্গেই ঘোরেন। কারণ কাশ্মীর সম্পর্কে শাহরুখের বাবার অগাধ জ্ঞান ছিল। কিন্তু শেষ অবধি আর ঘুরতে যাওয়া হয় না শাহরুখের। কারণ অনেক ছোট বয়সেই বাবা, মা, ঠাকুমা তিনজনকেই হারান শাহরুখ।
এদিকে জীবনে গগনচুম্বী সাফল্য পেলেও শাহরুখ কাশ্মীরে না যাওয়ার অঙ্গীকার করেছিলেন। শাহরুখ জানান, ‘আমি কোনওদিনই কাশ্মীর যাইনি। অনেকবার সুযোগ এলেও যাওয়া আর হয়ে ওঠেনি। কারণ আমার বাবা বলেছিলেন যে কাশ্মীর তাঁকে ছাড়া যেন না যাই।‘ যদিও তার আসন্ন ছবির ‘ডাঙ্কি’র শুটিংয়ের জন্য তাকে এই বছরের এপ্রিল মাসে কাশ্মীর যেতে হয়েছিল। উল্লেখ্য, এই ডাঙ্কি তৈরি করছেন বলিউডের বিখ্যাত পরিচালক রাজকুমার হিরানি।