প্রতিটি প্ল্যাটফর্মে কেন থাকে এই হলুদ লাইন? এর কাজ জানলে আপনিও অবাক হবেন

ভারতীয় রেল (Indian Railways) দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণমাধ্যম। নিত্য লক্ষ লক্ষ মানুষ ট্রেনের (Train) মাধ্যমে যাতায়াত করেন দেশের বিভিন্ন প্রান্তে। ট্রেনে ভ্রমণ করার সময় এমন অনেক জিনিস চোখে পড়ে, যা আমাদের কৌতূহলী করে তোলে। এর আগেও আপনাদের জানিয়েছি সেই নিয়ে। আর আজ আমরা আরো এক নতুন টপিক নিয়ে এসেছি।
ট্রেনে ভ্রমণ করার সময় প্ল্যাটফর্মে আমরা দেখেছি হলুদ দাগ দেওয়া থাকে। রেল লাইনের কিছুটা ওপরে পুরো প্ল্যাটফর্ম জুড়েই কিন্ত এই দাগ দেওয়া থাকে। কোনোদিন ভেবেছেন কেনো এই দাগ থাকে? খুবই গুরত্বপূর্ণ কারণে থাকে এই দাগ।
প্রতিটি প্ল্যাটফর্মেই এই দাগ দেখা যায়। পূর্বে হলুদ রঙ দিয়ে এই দাগ দেওয়া হলেও, বর্তমানে সেখানে টাইলস ব্যবহার করা হয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হয় এই টাইলসগুলো। রেল লাইনের সাথে সমান্তরালে থাকে এই দাগ। সেইসাথে এই টাইলস গুলো অন্যান্য টাইলসের চেয়ে কিছুটা উঁচু থাকে।
আসলে এই দাগ দেওয়ার কারণ যাত্রীদের নিরাপত্তার জন্য। অনেক সময় যাত্রীরা ট্রেনের খুব কাছাকাছি চলে যান, ফলে খুব বড়সড় বিপদ ঘটে যেতে পারে। এই দাগ দেওয়ার অর্থ ট্রেন লাইনের থেকে ন্যূনতম এই দূরত্ব বজায় রাখতেই হবে যাত্রীদের।
এই লাইনটিকে সারা লাইনের থেকে আলাদা করারও এক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। অনেক সময়ই বিশেষভাবে সক্ষম যাত্রীরা ট্রেন ধরতে যান। তারাও যাতে বুঝতে পারেন সেজন্য সারা লাইনের থেকে আলাদা করা হয় এই লাইন। বিশেষভাবে দৃষ্টিশক্তি যাদের কম অথবা একেবারেই নেই তাদের জন্য বিশেষভাবে তৈরি এই লাইন।
এর আগেও ভারতীয় রেল সম্পর্কে অনেক অজানা খবর জানিয়েছি। নিম্নে সেসবের কিছু লিংক দিচ্ছি, এখানে ক্লিক করে অনেক অজানা তথ্য জানতে পারেন আপনারা।