ব্যবহার তো করেন, বলুন তো ইংরেজিতে গামছাকে কী বলে! উত্তর জানলে ‘হাঁ” হয়ে যাবেন

গামছা (Gamcha) অপরিহার্য। রোজকার কাজে হোক কিংবা কালচার, স্টাইল স্টেটমেন্ট, আজও গামছার কোনো বিকল্প নেই। নিম্নবিত্ত, উচ্চবিত্ত সকলের বাড়িতে একটা না একটা গামছা পাওয়া যাবেই যাবে। অথচ আমরা কতটুকুই বা জানি এই গামছার সম্পর্কে। আচ্ছা বলুন তো, গামছার ইংরেজি নাম কী? জানেন না তো, চিন্তা নেই। অনেকেই গামছার ইংরেজি নাম জানেন না। জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

গামছার ইংরেজি নাম জানার আগে কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। গামছার নিকট আত্মীয় বলতে রয়েছে তোয়ালে। তোয়ালে হল বাংলা নাম। এরই ইংরেজি আলাদা নাম রয়েছে। আমরা যে তোয়ালে দিয়ে গা মুছি তার নাম ইংরেজি হল “টাওয়াল”। টাওয়াল বা তোয়ালে সবার বাড়িতে থাকে না। শহরের অনেক মানুষ তোয়ালে ব্যবহার করে থাকেন।

গ্রামের দিকে চল একেবারেই কম। সেখানে একা রাজ করে গামছা। গামছা অসম রাজ্যের সংস্কৃতির মধ্যে পড়ে। যে যতো গণ্যমান্য ব্যক্তি হোন না কেন, অসমে গেলে গামছা আপনাকে ব্যবহার করতেই হবে। সিনেমাতেও গামছার চল প্রচুর। বাংলা, হিন্দি সাউথ… গামছার ব্যাপ্তি বিশাল।

অনেকেই তোয়ালে ও গামছাকে একই রকম বলে মনে করেন। কিন্তু ব্যাপারটা এক না। দুটো আলাদা জিনিস। তোয়ালে বেশ একটু মোটা কাপড়ের হয় এবং একে মেশিনে প্রস্তুত করা হয়। অন্যদিকে গামছা তোয়ালের তুলনায় বেশ নরম ও হাতে বোনা হয়। এছাড়াও গামছা এবং তোয়ালের পর নকশা বা কারুকার্য একেবারে আলাদা হয়ে থাকে।

বাংলার ঐতিহ্য ও শিল্প গামছার মাধ্যমে অনেক অংশে প্রকাশি করা হয়। এই গামছাকে কেন্দ্র করে রয়েছে বিভিন্ন গান। বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রেও বৃদ্ধি পাচ্ছে গামছার চাহিদা। এবার আসা যাক মূল প্রশ্নে। গামছার ইংরেজি নাম কী? বলতে গেলে সেই অর্থে গামছার কোনও ইংরেজি প্রতিশব্দ খুঁজে পাওয়া যায় না। গামছাকে ইংরেজি অভিধানে বলা হয়েছে “A napkin made by handloom”। যার অর্থ হল হাতে তৈরি কাপড়ের টুকরো।

gamcha

শুধুমাত্র গা মোছার জন্য গামছা ব্যবহার করা হয় না। অনেক ফেরিওয়ালা মাথায় গামছা বেঁধে জিনিসপত্র বয়ে নিয়ে যান। ট্রেনে, প্ল্যাটফর্মে বা রাস্তায় অনেকে গামছা পেতে বসেন। রোদ ঢাকতে অনেকে গামছা ব্যবহার করেন । রান্নার ঠাকুরদের সাথে জড়িত রয়েছে গামছা। গামছা প্রিন্টের জামা কাপড় যেমন, শাড়ি, পাঞ্জাবি, কুর্তি ইত্যাদিও রয়েছে বাজারে।