টাটা গ্রুপের মুকুটে জুড়ল বিশেষ পালক, জেনে ভারতীয় হিসেবে আপনিও গর্ববোধ করবেন

এবার টাটা গ্রুপের (Tata Group) মুকুটে নয়া পালক জুড়ল। জানা গিয়েছে, এবার কিনা গোটা বিশ্বের মধ্যে শীর্ষ ৫০ টি উদ্ভাবনী সংস্থার তালিকায় স্থান পেয়েছে টাটা গ্রুপ। এখানে বিশেষ বিষয় হল এই তালিকায় এটিই একমাত্র ভারতীয় সংস্থা।
সম্প্রতি বোস্টন কনসাল্টিং গ্রুপের ২০২৩ সালের মোস্ট ইনোভেটিভ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। আর এই তালিকার মধ্যে টাটা গ্রুপ ২০তম স্থানে রয়েছে।
বোস্টন কনসাল্টিং গ্রুপ প্রতি বছর এই তালিকা প্রকাশ করে। এতে সারা বিশ্বের কোম্পানিগুলোকে তাদের কর্মক্ষমতা, তাদের সক্ষমতা ও উদ্ভাবনের ভিত্তিতে বিচার করা হয় এবং এই ভিত্তিতে তারা তালিকায় স্থান পায়। ভারতীয়দের কাছে এটা গর্বের বিষয় যে দেশের অন্যতম বৃহত্তম শিল্প সংস্থা টাটা গ্রুপ এই স্থান অর্জন করেছে।
অন্যদিকে শীর্ষ ৫০ উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকায় এক নম্বরে উঠে এসেছে আইফোন নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল (Apple)। একই সঙ্গে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে দ্বিতীয় স্থানে স্থান দেওয়া হয়েছে। কিংবদন্তি ই-কমার্স প্রতিষ্ঠান জেফ বেজোসের নেতৃত্বে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যামাজন।
এই তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য বড় বড় কোম্পানির কথা বললে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট ইনকর্পোরেটেড চতুর্থ স্থানে রয়েছে এবং বিলিয়নিয়ার বিল গেটসের মাইক্রোসফট পঞ্চম স্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না ষষ্ঠ, দক্ষিণ কোরিয়ার স্যামসাং সপ্তম, চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে অষ্টম স্থানে রয়েছে। বিওয়াইডি কোম্পানি নবম এবং সিমন্স (সিমেন্স) দশম স্থানে রয়েছে।
২০২৩ সালের মোস্ট ইনোভেটিভ কোম্পানির তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের কথা বলতে গেলে ফার্মা কোম্পানি ফাইজার, স্পেসএক্স, ফেসবুক (মেটা), নেসলে, ওয়ালমার্ট, আলিবাবাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে জায়গা দেওয়া হয়েছে। স্বাধীনতার আগে শুরু হওয়া সংস্থাগুলির কথা বলতে গেলে টাটা গ্রুপের নাম শীর্ষে আসে। লবন থেকে বিলাসবহুল গাড়ি পর্যন্ত দেশ তৈরি করা গ্রুপের ব্যবসা শুরু হয় ১৮৬৮ সালে। বর্তমানে আইটি সেক্টরের বৃহত্তম সংস্থা টিসিএস, টাটা স্টিল, মেটাল সেক্টরে টাটা মোটরস এবং ইন্ডিয়ান হোটেল কোম্পানি এই গ্রুপের অংশ।