তাঁর সই ছাড়া টাকা অচল! জানেন RBI এর গভর্নরের বেতন, ক্ষমতা কতটা? শুনে চমকে যাবেন

বর্তমানে সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) বা আরবিআই। সম্প্রতি ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে গিয়েছে বলে ঘোষণা করেছে এই নোট বিনিময়ের জন্য ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

তবে আপনি কি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের (Shaktikanta Das) বেতন এবং অধিকার সম্পর্কে কিছু জানেন? আপনারও নিশ্চয়ই কৌতূহল হয় যে এই ব্যাপারে জানতে? তাহলে অবশ্যই পড়ে নিন এই প্রতিবেদনটি। RBI-র বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের বেতনের কথা বলতে গেলে, গত আর্থিক বছরে তাঁর মাসিক বেতন ছিল ২.৫ লক্ষ টাকা।

আরটিআই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শক্তিকান্ত দাসের আগে আরবিআইয়ের গভর্নর উর্জিত প্যাটেলও মাসিক আড়াই লক্ষ টাকা বেতন পেতেন। গভর্নরের পর আরবিআইয়ের ডেপুটি গভর্নর প্রতি মাসে ২.২৫ লক্ষ টাকা বেতন পান। একই সঙ্গে এক্সিকিউটিভ ডিরেক্টরদের মাসিক বেতন ২.১৬ লক্ষ টাকা।

আপনি জানলে হয়তো অবাক হবেন যে আরবিআই গভর্নর বেতন ছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা পান। গভর্নর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একটি বাড়ি, গাড়ি, ড্রাইভার এবং অন্যান্য সুযোগ-সুবিধাও পান। আরবিআইয়ের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের এটি দ্বিতীয় মেয়াদ।

১৯৮০ ব্যাচের আইএএস অফিসার শক্তিকান্ত দাস ২০১৮ সালে দায়িত্ব গ্রহণ করেন। ২০২১ সালে তার মেয়াদ তিন বছর বাড়ানো হয়। অনেকেই হয়তো জানেন না যে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ওড়িশার বাসিন্দা। তিনি ১৯৫৭ সালের ২৬ ফেব্রুয়ারি ওড়িশার ভুবনেশ্বরে জন্মগ্রহণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ করেছেন। এরপর তিনি ইউপিএসই পরীক্ষায় উত্তীর্ণ হন।

rbi

তিনি ১৯৮০ ব্যাচের আইএএস অফিসার। তিনি এমন একজন অফিসার হিসাবে পরিচিত যিনি জটিল ইস্যুতে ঐকমত্য গড়ে তুলতে বিশ্বাস করেন। আরবিআইয়ের গভর্নর হওয়ার আগে ২০০৮ সালে তিনি প্রথমবারের মতো অর্থ মন্ত্রকের যুগ্ম সচিব নিযুক্ত হন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button