বড় ঘোষণা! এবার থেকে রেশন কার্ডে বিনামূল্যে চিনি, তেল, মশলা, মুসুর ডাল! এরা পাবেন বিশেষ সুবিধা

দেশে এমন বহু মানুষ আছেন যারা এক্কেবারে দারিদ্র্য সীমার নীচে বাস করেন। অনেকেরই বাড়িতে চাল আনতে পান্তা ফুরোয়। এদিকে দেশের বহু গরীব মানুষের কথা ভাবনা চিন্তা করে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রত্যেকটি রাজ্য সরকার কিছু না কিছু করে। সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে খেতে, পড়তে পারে তার জন্য নানা প্রকল্প বা স্কিম চালু করা হয় রাজ্য বা কেন্দ্রের তরফে।  এবার তেমনই সাধারণ মানুষকে স্বস্তি দিতে জনদরদী পরিষেবা শুরু করল এক রাজ্যের সরকার।

জানা গিয়েছে, রাজস্থান সরকার কোটি কোটি দরিদ্র পরিবারকে মাসে মাসে এবার বিনামূল্যে চিনি, তেল, মশলা, মুসুর ডাল দেওয়ার ঘোষণা করেছে। যার পরে স্বাভাবিকভাবেই খুশি সেই রাজ্যের মানুষ। আরও বিস্তারিত জানতে পড়ে ফেলুন প্রতিবেদনটি।

রাজস্থান সরকার অন্নপূর্ণা ফুড প্যাকেজ প্রকল্প চালু করেছে। গত ১৫ আগস্ট মুখ্যমন্ত্রী অশোক গেহলট খাবারের প্যাকেট বিতরণের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী  বলেন, সংবিধানের মৌলিক চেতনা অনুযায়ী সামাজিক সুরক্ষার লক্ষ্যে বিনামূল্যে অন্নপূর্ণা ফুড প্যাকেট স্কিম চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী এর নাম দিয়েছেন স্বাধীনতার অন্নপূর্ণা উৎসব। এই উৎসবের মহাযজ্ঞে এক কোটিরও বেশি পরিবারকে খাদ্য সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্নপূর্ণা যোজনার আওতায় সমস্ত একই পরিবার এখন বিনামূল্যে রেশন কিট পাবে। রাজ্য সরকার সেইসকল দরিদ্র পরিবারগুলির তালিকা তৈরি করে আর্থিক সহায়তা দিয়েছে যারা খাদ্য সুরক্ষার আওতায় আসেনি। সেই পরিবারগুলিকেও অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে মোট ১ কোটি ৪ লক্ষ পরিবারকে বিনামূল্যে খাবারের প্যাকেট দেবে রাজ্য সরকার।

অন্নপূর্ণা খাবারের প্যাকেটে থাকবে এক কেজি ছোলা ডাল, এক কেজি চিনি, আয়োডিনযুক্ত লবণ, এক লিটার সয়াবিন পরিশোধিত ভোজ্য তেল, ১০০ গ্রাম মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া এবং ৫০ গ্রাম হলুদ গুঁড়ো বিনামূল্যে। মুখ্যমন্ত্রী রেশন ডিলারদের কমিশনও প্যাকেট প্রতি ৪ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করেছেন।