পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) প্রথম ওয়েব সিরিজ (Web Series) ‘আবার প্রলয়’ বিনোদনের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। পাওয়ার প্যাক গল্প এবং তারকা সমারহ এই সিরিজকে এক প্রকার আলাদা মাত্রাতেই নিয়ে চলে গিয়েছে। এদিকে এই সিরিজকে ঘিরে ব্যাপক প্রচার চালাচ্ছেন তারকারা। সম্প্রতি এই ওয়েব সিরিজের প্রচার করতে জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর (Dance Bangla Dance) মঞ্চে হাজির হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী ও শ্বাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। আর এই শো-তে রাজ চক্রবর্তীর এক বিরাট তথ্য ফাঁস হয়েছে, যা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি।
স্ত্রী শুভশ্রীর (Subhashree Ganguly) ভয়ে নাকি ‘ন্যাপি’ পরেন রাজ! এটার প্রমাণও হাতেনাতে দেওয়া হয়েছে সকলের সামনে। এই প্রমাণ ছবি সহ সকলের সামনে তুলে ধরেছে এই শোয়ের অন্যতম চরিত্র ভূত। এই ভূত রাজকে ‘যমরাজ’ বলে ডাকেন।
এদিকে রাজের এহেন অবস্থা দেখে হেঁসে গড়িয়ে পড়েন শো-এর অন্যান্য কলাকুশলীরা যেমন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পুজা ব্যানার্জী, অঙ্কুশ হাজরা। সম্প্রতি জি বাংলার তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে ভূতকে বলতে শোনা যায়, ‘যমরাজবাবু শুভকে ভয় পায়। মার খেতে খেতে রাজের দিন কেটে যায়।‘
View this post on Instagram
এই ভূত চরিত্রটি ছন্দ মিলিয়ে বলেন, ‘শুভ গেল বমকে রাজ গেল চমকে, ভুলভাল কিছু হওয়ার আগে ন্যাপিটা গলায়।‘ এরপরেই ঘটে যায় সেই বিশেষ ঘটনা। যখন অঙ্কুশ ভূতকে জিজ্ঞাসা করা হয় এর কোনও প্রমাণ আছে কিনা। ব্যস তারপরেই ভূত একটি ছবি সকলের সামনে তুলে ধরেন। যেখানে দেখা যায়, বাচ্চা রাজ একটি সবুজ রঙের ন্যাপি পরে আছেন। এরপরেই সেখানে থাকা সকলেই হেসে ফেলেন।