করুণ পরিস্থিতি, দিঘা যাওয়ার আগে ভাবুন দশবার! নাহলেই পড়বেন মহা বিপদে

সারাবাংলা জুড়েই ঝড়বৃষ্টি কিছুটা কমলেও দিঘা (Digha) এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টি চলছেই। দিঘা সহ গোটা পূর্ব মেদিনীপুরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়বৃষ্টির কারণে অবশ্য তাপমাত্রা কিছুটা কমছে। তবে এখনও ঝড় বৃষ্টি শেষ হচ্ছেনা সেখানে, আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলবে উপকূলবর্তী এলাকায়।
মৌসুম ভবনের রিপোর্ট মানলে আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিঘায়। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৯ ডিগ্রি সেলসিয়সের আশেপাশে ঘোরাফেরা করছে। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম তাপমাত্রা রয়েছে দিঘাতে।
যদিও তাপমাত্রার পারদ বাড়েনি কিন্তু বৃষ্টিপাতের কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। তবে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছুটা বাড়বে। তমলুকের তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস সেখানের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রির মধ্যে। দিঘায় দুপুরবেলা থেকে বিকেলের দিকে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কারণে তার প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুকে।
হলদিয়া এবং কাঁথির আবহাওয়াও প্রায় একই। পূর্ব মেদিনীপুরে সেরকম পার্থক্য নেই আবহাওয়াতে। দিঘা সহ পুরো জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দেয় হাওয়া অফিস। সপ্তাহের শেষে আসবে তুমুল ঝড় আসবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই বেশ বড় করে কালবৈশাখী আসে দিঘাতে।