রেলে তো সফর করেন, জানেন একটি ট্রেনের দাম কত? অবাক হবেন অঙ্ক জেনে

বিভিন্ন দামী বাইক/গাড়ি ইত্যাদির দাম সম্পর্কে জানি আমরা। কিন্তু একটা ট্রেনের দাম কত? মানে লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস অথবা প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া কত হতে পারে! আজ আমরা সেই বিষয়েই জানাবো আপনাদের। চলুন দেখে নেওয়া যাক কত দাম হতে পারে ট্রেনের?

ট্রেন সম্বন্ধে বলতে গেলে কথা ওঠে কোচ নিয়ে। কারণ এই কোচের দ্বারাই আমরা যাতায়াত করতে পারি। বর্তমানে ভারতীয় রেলের (Indian Railways) কাছে আইসিএফ (ICF) এবং এলএইচবি (LHB) কোচ রয়েছে। আপনাদের জানিয়ে দিই যে, এক একটি ICF কোচের দাম ৮০ লক্ষ টাকা!

train price 2

LHB কোচের দাম পড়ে একটু কম, সেগুলোর জন্য ৭২ লক্ষ টাকা খরচ করতে হয়। AC কোচের ক্ষেত্রে এটাই বেড়ে ১.৫ কোটিতে পৌঁছায়! এইতো গেল কোচের দাম। এবার আসি ইঞ্জিনে, ভারতীয় দলে মোট দুই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়।

lhb coach

ডিজেল এবং বৈদ্যুতিক, এই দুই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়। বৈদ্যুতিক ইঞ্জিন গুলোকে বলা হয় WAP-7, যার দাম ১২.৩৮ কোটি টাকা। ডিজেল চালিত ইঞ্জিন গুলোর নাম WAP-4D। এগুলোর দাম ১৩ কোটি টাকা। কিন্তু রাজধানী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস এবং বুলেট ট্রেনের দাম কেমন?

train engine

১) রাজধানী এক্সপ্রেস: রাজধানী এক্সপ্রেসের দাম আনুমানিক ৭৫ কোটি টাকা।

vande bharat
২) বন্দে ভারত এক্সপ্রেস: নয়া প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেসের দাম প্রায় ১১৫ কোটি টাকা।

a88bf324 a228 11ec 81a8 ec23f1b624be 1647108303607 1647127786605
৩) বুলেট ট্রেন: বুলেট ট্রেনের খরচ পড়ে ৬০,০০০ কোটি টাকা! অর্থাৎ একখানা বুলেট ট্রেনের বদলে বহু বন্দে ভারত শুরু করা যেতে পারে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button