রেলের TC এবং TTE দুজনারই কাজ টিকিট পরীক্ষা করা, কিন্তু রয়েছে বিস্তর ফারাক! জানুন কী …

আচ্ছা ট্রেনে যাতায়াত করার সময় আমরা প্রায়শই দেখি TC এবং TTE দের টিকিট চেক করতে। দুজনই টিকিট পরীক্ষা করেন। এবার তাদের মধ্যে কি ফারাক রয়েছে এটা নিশ্চয়ই মাথায় এসেছে। আজকে সেটাই জানাবো আপনাদের। ট্রেনে যাত্রা করার সময় অনেকেই এই বিষয়ে বেশ বিভ্রান্ত থাকেন যে তাদের দুজনের মধ্যে ফারাক কোথায়!
প্রথমত জানিয়ে রাখি যে,TC এর পুরো নাম টিকিট কালেক্টর এবং TTE এর পুরো নাম Traveling Ticket Examiner। নাম শুনেই বুঝতে পারছেন যে, দুজনের মধ্যে বেশ ভালই ফারাক রয়েছে। আসলে TC এবং TTE এর কাজ মোটামুটি একই, কিন্তু সেখানে পার্থক্য রয়েছে।
কী পার্থক্য রয়েছে তাহলে?
পার্থক্য বুঝতে হলে দেখতে হবে তারা কোথায় কোথায় কাজ করেন। চলুন সেটাই জানাচ্ছি।
১) TC : TC অর্থাৎ Ticket Collector এর কাজ যাত্রীদের টিকিট পরীক্ষা করে দেখা। স্টেশন চত্বরের মধ্যেই তাদের কাজ ফুরোয়। প্ল্যাটফর্মে যাত্রীদের ট্রেন থেকে নামার সময় এবং ট্রেনে ওঠার আগে টিকিট চেক করেন তারা।
২) TTE : ট্রাভেলিং টিকিট এগজ়ামিনার বা ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকদের কাজও ওই একই, টিকিট পরীক্ষণ করা। কিন্তু দুজনের কাজের যায়গা আলাদা। TTE ট্রেনে সফররত যাত্রীদের টিকিট পরীক্ষা করেন। অবশ্য শুধু টিকিট দেখাই নয়, তারা নজরে রাখেন কি কি অসুবিধা হচ্ছে যাত্রীদের।