আচ্ছা বলুন তো, ওভার ব্রিজ (overbridge) এবং ফ্লাইওভার বা ওভারপাশের (Overpass) মধ্যে পার্থক্য কী? বলতে পারলেন তো। চিন্তা নেই, আপনি একা নন, এমন অনেক মানুষ রয়েছেন যারা ওভার ব্রিজ এবং ফ্লাইওভারের মধ্যে পার্থক্য করতে পারবেন না। আসলে আমাদের চারপাশে এমন অনেক কিছুই রয়েছে যেটা রোজ চোখের সামনে দেখি কিন্তু আলাদা করে আর কৌতূহল জাগে না। এই দুই ধরনের ব্রিজ (Bridge) তেমনই একটা বিষয়।
শহর হোক কিংবা শহরের বাইরের কোনো জায়গা, আধুনিক জনজীবনে ওভার ব্রিজ নয়তো ফ্লাইওভার নিশ্চই দেখতে পাবেন। ফ্লাইওভার না থাকলেও ওভার ব্রিজ দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেখানে রেল স্টেশন রয়েছে, সেই সব জায়গায় মূলত ওভার ব্রিজ দেখতে পাওয়া যায়।
ওভারব্রিজঃ মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় থাকে এই বিশেষ ধরনের সেতু। মূলত রেল স্টেশনে দেখতে পাওয়া যায়। লাইনের দুই দিকে থাকা দুটি প্ল্যাটফর্মের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই সেতু তৈরি করা হয়। ট্রেন লাইন পারাপার করার সময় থাকে ঝুঁকির সম্ভাবনা। বিশেষত ব্যস্ত কোনো স্টেশনে। মানুষের ঝুঁকি যাতে কমে, রেল পথ পারাপার করা যায় সহজ এবং নিরাপদ হয় সে জন্য এই ওভার ব্রিজ। শহরের ব্যস্ত কোনো বড় রাস্তাতেও ওভার ব্রিজ দেখা যেতে পারে।
ফ্লাইওভারঃ ওভার ব্রিজের থেকে এই সেতুর আকার এবং উচ্চতা অনেক বেশি নয়। মূলত শহরে এই ফ্লাইওভার চোখে পড়বে। যান চলাচল সহজ এবং ট্রাফিক গতিময় করার জন্য তৈরি করা হয় ফ্লাইওভার। ফ্লাইওভারের বাংলা হল উড়ালপুর। যারা কলকাতায় থাকেন তারা উড়ালপুল শব্দের সঙ্গে ওয়াকিবহাল। শহরের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় একটি উড়ালপুলের মাধ্যম। সাধারণ গাড়ি ছাড়াও উড়াপুলের ওপর দিয়ে যেতে পারে ট্রেন।