সঞ্জয়ের দত্তের গাড়ি ছোঁয়াই হয় কাল, বস্তির ছেলে বলে ধমকান ড্রাইভার! পুরনো স্মৃতি স্মরণ দেবের

সাফল্য পাওয়া অতটাও সহজ নয়। জীবনে অনেক পরিশ্রম করলে তবেই সাফল্য এসে ধরা দেয়। কিন্তু সাফল্যে পাওয়ার পরেই ধরা কে সরা জ্ঞ্যান করা উচিত নয় কারো। অন্তত টলি সুপারস্টার দেবের (Dev) তো তাই মত। নিজে অক্লান্ত পরিশ্রম করে সাফল্য পেয়েছেন, কিন্তু আজও ভোলেননি নিজের অতীত জীবন।
ইন্ডাস্ট্রিতে ১৭ টা বছর কাটিয়ে ফেললেন তিনি। এর মধ্যে দর্শকদের দিয়েছেন একগুচ্ছ সুপারহিট ছবি। তাকে নিয়ে অনেকে উৎসুক হলেও অতীত জীবনের কিছু কথা খুব কম লোকই জানে। আজ তিনি বিখ্যাত অভিনেতা, প্রযোজক হলে কীভাবে একটা সময় তাকেও দিনরাত এক করে পরিশ্রম করতে হয়েছে।
ইন্ডাস্ট্রি জুড়ে দেনের অগণিত ভক্ত রয়েছে। কিন্তু খুব কম মানুষই আছেন যারা দেবের জীবনের এই ঘটনার কথা জানেন। আসলে এটা বহু পুরনো কথা। তখন মুম্বইতে থাকতেন তারা। সেসময় দেবের বাবা মুম্বইতে ক্যাটারিংয়ের ব্যবসা করতেন। আর সেজন্য মুম্বইয়ের খেরওয়ারির বস্তিতে অনেকটা সময় কাটিয়েছেন দেবের পরিবার।
সেই সময়ের এক অভিজ্ঞতা সম্পর্কে জানান দেব। তিনি বলেন, সবার সাথে ভাগ করে নেওয়ার মানসিকতা ওখানেই তৈরি হয়। সেখানের কিছু ভালো স্মৃতি রয়েছে যেমন, তেমনই কিছু স্মৃতি রয়েছে যা দেবকে আজও দারুণ কষ্ট দেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথাই জানান তিনি।
দেব বলেন, মুম্বইয়ের বস্তিতে থাকার সময় একবার বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের বিএমডব্লিউ গাড়ি হাত দিয়ে ছুঁয়ে ফেলেছিলেন। আর সাথে সাথেই গাড়ির চালক তাকে বেশ করে ধমকে দেন। আজও মনের মধ্যে রয়ে গিয়েছে সেই ঘটনা। সফল হলেও নিজের অতীত জীবনকে সাথেই রেখেছেন বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার।