দুর্গাপুজোর আবহে একের পর এক বাংলা সিনেমা মুক্তি পেতে চলেছে। যেমন আসছে দশম অবতার, বাঘাযতীন (Bagha Jatin), রক্তবীজ। সকলে এখন ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছেন কোনটা দেখবেন আর কোনটা দেখবেন না এই ভেবে। যদিও এখন সকলের বেশি নজর রয়েছে দেব (Dev) অভিনীত ‘বাঘাযতীন’-এর ওপর। এই সিনেমায় দেবের লুক সকলের নজর কেড়েছে। এই সিনেমা একদম ভিন্ন ঘরানার হতে চলেছে। এই সিনেমা কবে রিলিজ হবে সেটা জানতে মুখিয়ে রয়েছেন দেবের অনুরাগীরা। দুর্গাপুজোর সময়ে বাংলা একপ্রকার একের পর এক ধামাকাদার সিনেমার সাক্ষী থাকতে চলেছেন বলে মনে করছে বিশিষ্ট মহল। অনেকেই মনে করছেন, দেবের ‘বাঘাযতীন’ এক কালজয়ী সিনেমা হতে চলেছে।
এদিকে ভারতীয় বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘাযতীনকে নিয়ে নির্মিত ‘বাঘা যতীন’ সিনেমা থেকে টলিউডের সুপারস্টার-প্রযোজক দেবের নতুন কিছু লুক বাদ দিয়েছেন নির্মাতারা বলে খবর। অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ ছবিতে দেব নাম ভূমিকায় অভিনয় করেছেন। এই সিনেমাটি কলকাতার পাশাপাশি গোটা দেশেই মুক্তি পেতে চলেছে। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু এই ছবিতে দেবের কিছু অসাধারণ লুক তৈরি করেছেন। এদিকে দেব নিজের অভিনয় সত্ত্বার মধ্য দিয়ে সকলের মনে কতটা দাগ কাটতে পারে সেদিকে নজর রয়েছে সকলের। এসবের মাঝেই দেব একটি বড় মন্তব্য করে বসলেন, যা শুনে সকলেই একপ্রকার তাজ্জব হয়ে গিয়েছেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুপারস্টার দেব বলেন, ‘এই ছবিতে ৯২টা চরিত্র রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু শুধু চরিত্র নয়। দেশের স্বাধীনতায় এদের অবদান অনস্বীকার্য। বাঘা যতীনের নাম তো তাও জায়গা পেয়েছে বইয়ের পাতায়। কিন্তু এদের বেশিরভাগারই নাম নেই কোথাও। আমরা স্বাধীনতা সংগ্রামী বলতে গেলে চার-পাঁচজনকেই মনে রাখি। আমি বাঘা যতীন করছি বলে কাওকে ছোট করছি না। চার্লস টেগাট যিনি ব্রিটিশদের সবচেয়ে ডাকসাঁইটে অফিসার ছিলেন তাঁর আত্মজীবনীতে লেখা আছে, যদি বাঘাযতীন বেঁচে থাকতেন তাহলে গান্ধীজির জন্ম হত না। বুড়িবালামে যদি জাহাজ পৌঁছে যেত, ভারতবর্ষের ১-২ বছর লাগত স্বাধীনতা পেতে। ওই অস্ত্র যদি জার্মানি থেকে আসত দেশে। ১৯১৫-১৯১৭-এর মধ্যে স্বাধীনতা পেয়ে যেত ভারত। আমার মনে হয় বাঙালি কেন, দেশের প্রত্যেকটা মানুষের জানা উচিত। তাই বাইরে একটা হলেও হলে মুক্তি পাক বাঘা যতীন।’
অভিনেতার মতে, ‘এটা আমাদের জন্য শুধু একটা সিনেমা নয়। একটা আবেগ। গত আড়াই বছর ধরে আমরা এই সিনেমাটার মধ্যেই কাটিয়েছি। আমি একা নই, আমার পুরো টিম। আমি চাই বাঘা যতীন নিয়ে গর্ব করুক সব বাঙালি’।