উৎসবের মরসুমে ট্রেনের (Train) টিকিট (Ticket) বুকিংয়ের সংখ্যা হু হু করে বেড়ে যায়। উৎসবের সময় বাড়ি যাওয়ার জন্য লোকেরা ট্রেনের টিকিটও বুক করতে শুরু করে দেন জোরকদমে। আবার অনেকেই আছেন যারা ঘুরতে যান। যদিও ট্রেনের টিকিট অমিল দেখা যাচ্ছে অনেক সময়েই। একই সঙ্গে ট্রেনে দেখা যাচ্ছে লম্বা ওয়েটিং লিস্ট।
মানুষ ট্রেনে দীর্ঘ যাত্রাকে খুব সহজ এবং আরামদায়ক বলে মনে করে, যার কারণে ট্রেনে অপেক্ষাও খুব দীর্ঘ হয়ে যায়। ভারতীয় রেল (Indian Railways) ব্যবস্থাকে দেশের মেরুদন্ড বলা হয়। এই ভারতীয় রেলকে ভারতের লাইফ লাইন বলা হয়ে থাকে। কারণ প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ এই রেলের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান। মানুষ একপ্রকার এই রেল ছাড়া অচল। আপনিও কি রেলে ভ্রমণ করতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি।
ট্রেনে ওঠার জন্য জরুরি টিকিট। অনেকেই আছেন যারা দূরে ভ্রমণ করতে পছন্দ করেন। আর দূরে যাওয়া মানেই হল রিজার্ভেশন টিকিট। আর এই রিজার্ভেশন টিকিটে লেখা থাকে পিএনআর (PNR) নম্বর। কিন্তু এই পিএনআর নম্বরের মানে কি জানেন? যারাই ট্রেনে ভ্রমণ করেন তাঁরা রিজার্ভেশন টিকিট কাটার পর নিশ্চয়ই এই পিএনআর নম্বরটি দেখে থাকবেন। রিজার্ভেশন কনফার্ম না হওয়ায় আপনি এই পিএনআর নম্বর দিয়েই আপনি আপনার টিকিটের স্টেটাস চেক করতে পারবেন। যদিও এই পিএনআর নম্বরের শুধু এটাই কাজ নয় কিন্তু।
এই পিএনআর-এর ফুল ফর্ম হল Passenger Name Record। এই নম্বর ১০ ডিজিটের হয়। PNR নম্বরের একদম শুরুতে একটি নম্বর থাকে জেটি কোন স্টেশন থেকে টিকিট কাটা হচ্ছে সেটা দেখায়। সেটির পরের দুটি নম্বর রিজার্ভেশন কোটাকে বোঝায়। পরের ৭টি নম্বর যাত্রীদের বিস্তারিত তথ্য থাকে।অনেকেই হয়তো জানেন না, একটি পিএনআর নম্বরে সর্বোচ্চ ৬ জন যাত্রীর ডিটেইলস থাকতে পারে।