মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও বাড়বে না DA! মহার্ঘ ভাতা নিয়ে বিরাট আপডেট, মাথায় হাত কর্মীদের

ফের একবার বড় রকমের ধাক্কা খেলেন রাজ্য সরকারি কর্মীরা (Employee)। আবারো একবার শিরোনামে উঠে এলো ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা। মুখ্যমন্ত্রী (Chief Minister) হস্তক্ষেপের ফলে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে DA-র ঘোষণা করা হলেও এখনই কারোরই এই ভাতা বাড়বে না বলে বা জানিয়ে দেওয়া হলো। যে কারণে একপ্রকার বড় রকমের ধাক্কা খেলেন সরকারি কর্মীরা বলে মনে করা হচ্ছে।

   

da government employee pension

মধ্যপ্রদেশের ২৩০টি এবং ছত্তিশগড়ের ৭০টি বিধানসভা আসনের সবকটিতেই শুক্রবার ভোট গ্রহণ চলছে। এদিকে বুধবার ১৫ নভেম্বর সন্ধ্যায় দুই রাজ্যেই নির্বাচনী প্রচারণা শেষ হয়। রাজস্থান, তেলেঙ্গানা, মিজোরাম, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে ৩ ডিসেম্বর। অন্যদিকে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়…এই দুই রাজ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা বিজেপি ও কংগ্রেসের মধ্যে। উভয় দলই তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহারে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছে।

সেইসঙ্গে নির্বাচনী আবহে একের পর এক রাজ্য সরকার ডিএ বাড়ানোর ঘোষণা করেছিল, যার মধ্যে অন্যতম ছিল মদ্যপ্রদেশও। সম্প্রতি সেখানেও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা করেছিল। তবে এখনই এই নতুন ভাতা কার্যকর হচ্ছে না বলে জানা গিয়েছে।ইতিমধ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে রাজ্যে। সেই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের তরফে সেই অনুমতি মেলেনি বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।

shivraj singh chauhan

যদিও ভোটপর্ব মিটে গেলে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। বর্তমানে রাজ্য সরকারী কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।