দীপাবলির একদিন বাকি থাকতেই ডিএ (Dearness Allowance) নিয়ে বড় ঘোষণা হয়ে গেল। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই হয়তো DA নিয়ে জট কাটতে চলেছে রাজ্যে। একপ্রকার উৎসবের আবহে বড় রকমের উপহার পেতে পারেন রাজ্য সরকারী কর্মীরা বলে মনে করা হচ্ছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি। গত মাসে দুর্গাপুজো ও নবরাত্রি শুরু হওয়ার ঠিক মুখে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৪% বাড়ানোর ঘোষণা করেছিল। এই ঘোষণার পর কর্মচারীদের ভাতা এখন ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছে।
ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন চলছে, এদিকে উৎসবের মরসুমও শুরু হয়ে গেছে। যদিও রাজ্য সরকার তার কর্মচারীদের দিওয়ালির উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের টুইট দেখে সকলে এখন এটাই আন্দাজ করছেন। প্রকৃতপক্ষে, ছত্তিশগড় সরকার তার কর্মচারীদের কেন্দ্রের সমান মহার্ঘ ভাতা দেওয়ার কথা বিবেচনা করছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছ থেকেও অনুমতি চাওয়া হচ্ছে বলে খবর।
মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “আমরা ছত্তিশগড়ের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের সমান ডিএ (DA) দিতে চাই। এ জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে যথাযথ অনুমতি নিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।“ উল্লেখ্য, নির্বাচনের আগে এ বছর দু’বার সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছে মুখ্যমন্ত্রী বাঘেল সরকার। একবার তা পাঁচ শতাংশ এবং দ্বিতীয়বার চার শতাংশ বাড়ানো হয়েছিল।
একই সঙ্গে সেপ্টেম্বরের শুরুতে পেনশন প্রাপকদের মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়। পেনশনভোগী, কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়েছে ৪ শতাংশ।