বিজয় দশমীর দিন বিরাট ঘোষণা! বেড়ে গেল DA, সুবিধা পাবেন এই সরকারি কর্মীরা

দীপাবলির আগেই ফের খুশির হাওয়া দেশে। কারণ কেন্দ্রীয় সরকার (Central Government) এক বাম্পার ঘোষণা করেছে, যা শুনে আপনিও খুশিতে লাফাতে শুরু করে দেবেন। বিশেষ করে আপনিও যদি কেন্দ্রীয় সরকারী কর্মচারি হয়ে থাকেন এবং রেলে (Indian Railways) চাকরি করে থাকেন তাহলে তো এই বছর আপনার সোনায় সোহাগা হতে চলেছে। কয়েকদিন আগেই সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য বড় রকমের সুখবর শুনিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। একদিকে যখন গোটা দেশের মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছেন তখন কেন্দ্রীয় সরকারী কর্মীদের দীর্ঘ প্রতীক্ষিত ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ্য ভাতার ঘোষণা করা হয়।

   

রেলের লক্ষ লক্ষ কর্মী দারুণ খবর পেয়েছেন। ভারতীয় রেল তার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ৪% বাড়ানোর ঘোষণা করেছে। ডিএ চার শতাংশ বাড়ানোর পর এখন তা মূল বেতনের ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করা হবে। ডিএ-র এই বৃদ্ধি ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। ২০২৩ সালের ২৩ অক্টোবর অল ইন্ডিয়া রেলওয়ে অ্যান্ড প্রোডাকশন ইউনিটের জেনারেল ম্যানেজার ও চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের কাছে চিঠি লিখে রেলওয়ে বোর্ড জানিয়েছে, রেলকর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতা মূল বেতনের বিদ্যমান ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত আনন্দের।  এটি ২০২৩ সাল থেকে কার্যকর বলে বিবেচিত হবে।

সরকারি কর্মচারীদের জন্য ডিএ চার শতাংশ বৃদ্ধি সহ প্রায় ১৫,০০০ কোটি টাকার বোনাস অনুমোদনের পাঁচ দিন পরে রেলবোর্ড এই ঘোষণা করল। জুলাই মাস থেকে বকেয়া অর্থের পাশাপাশি কর্মচারীরা পরবর্তী মাসের বেতনে বর্ধিত ডিএ পাবেন। এদিকে দীপাবলির আগে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে রেলকর্মী সংগঠনগুলি।

da government employee pension

অল ইন্ডিয়া রেলওয়েমেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র বলেন, “জুলাই মাস থেকে কর্মীদের ডিএ পাওয়ার কথা ছিল, তাই এটি পাওয়ার অধিকার ছিল কর্মচারীদের। ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেনের সাধারণ সম্পাদক এম রাঘবাইয়া বলেন, ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে ডিএ প্রদান করা হয় এবং এর লক্ষ্য মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করতে না দেওয়া।“