পুজোর মাসে ফের একবার শিরোনামে ডিএ (Dearness Allowance) ইস্যু। পুজোর মুখেই বড়সড়ো সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকারের কর্মীরা (Employee)। যে কারণে চাপ বাড়তে পারে পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal)। ইতিমধ্যেই বকেয়া ও কেন্দ্রীয় হারে DA দাবিতে সুর চড়িয়ে আসছিলেন রাজ্য সরকারি কর্মীরা এবার তারা বড়সড়ো সিদ্ধান্তের পথে হাঁটলেন।
দীর্ঘ কয়েক মাস ধরে রাজ্য সরকারি কর্মীরা DA আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের বকেয়া ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে (Supreme Court Of India) বিচারাধীন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ৩ নভেম্বর এই নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে। যদিও সরকারি কর্মচারীদের দাবি, পুজোর আগেই মেটাতে হবে মহার্ঘ ভাতা। শুধু তাই নয় এই বিষয়ে সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপও দাবি করেছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।
এদিকে সামনেই দুর্গাপুজো আর দুর্গা পুজোর আগে বড় কিছু করার হুঁশিয়ারি দিলেন সরকারি কর্মীরা। দিয়ে দাবিতে নতুন করে কর্ম বিরতির ডাক দিলেন সরকারি কর্মীরা। এ বিষয়ে বড় ঘোষণা করেছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তারা দীর্ঘ কয়েক মাস ধরে একই ছাতার তলায় ডিএ নিয়ে আন্দোলন চালিয়েই যাচ্ছেন। এবার জানা যাচ্ছে, সর্বভারতীয় মূল্যসূচক অর্থাৎ AICPI মেনে মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে দু’দিনের কর্মবিরতি পালন করা হবে। সাফ জানিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
আগামী ১০ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার এবং ১১ অক্টোবর বুধবার রাজ্য সরকারি কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন। এই দুদিন DA প্রদান, সরকারি প্রতিষ্ঠানের সমস্ত শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলির সিদ্ধান্ত প্রত্যাহার ও যোগ্য অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলে। এদিকে এই কর্মসূচি আদৌ কতটা ফলশ্রুতি হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন।