ফিক্সড ডিপোজিটে ব্যাপক হারে সুদ বাড়াল এই ব্যাঙ্ক! বিনিয়োগ করলেই হবেন মালামাল

ব্যাঙ্কে (Bank) টাকা জমিয়ে ভালো সুদ (Interest) পেতে কে না চান। অথচ অনেক সময়েই দেখা গিয়েছে যে গ্রাহকরা যেমন সুদ চাইছেন তেমন পাচ্ছেন না। দেশের বড় বড় ব্যাঙ্ক যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল (PNB) মোটের ওপর ভালোই সুদ দেয়। কিন্তু অনেকেই আছেন যারা এসবের ব্যাঙ্কের সুদ নিয়ে সন্তুষ্ট নন। তবে আপনি কি জানেন ভারতের একটি এমন ব্যাঙ্ক আছে যে কিনা ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ওপর ৮.৫০ শতাংশ সুদ দিচ্ছে।

জানা গিয়েছে, সম্প্রতি ফিক্সড ডিপোজিট-এর সুদের হার পরিবর্তন করেছে DCB ব্যাঙ্ক। শুনলে অবাক হবেন,গত ১১ আগস্ট থেকে এই নতুন রেট কার্যকর করেও ফেলেছে এই ডিসিবি ব্যাঙ্ক। সুদের হার বৃদ্ধির পর ব্যাঙ্কটি তার সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৮% এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের জন্য এফডিতে ৮.৫০% সুদ দিচ্ছে। একই সঙ্গে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) সর্বোচ্চ ৮ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্কটি।

সুদের হার বৃদ্ধির পর ডিসিবি ব্যাঙ্ক তার গ্রাহকদের ১৫ মাস থেকে ১৮ মাসের কম সময়ের এফডিতে ৭.৫০ শতাংশের পরিবর্তে ৮ শতাংশ সুদ দিচ্ছে। যেখানে ১৮ মাস থেকে ৭০০ দিনের এফডিতেও একই হারে সুদ দিচ্ছে ডিসিবি। আসুন বাকি দিনের রেট সম্পর্কে জেনে নিন বিস্তারিত।

আপনি যদি ডিসিবি ব্যাঙ্কে ৭ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের (FD) করতে চান এর উপর ব্যাঙ্ক আপনাকে ৩.৭৫ শতাংশ সুদ দেবে। এছাড়া আপনি যদি ৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৪.০০ শতাংশ সুদের হার দেওয়া হবে।

৯১ দিন থেকে ৬ মাস- ৪.৭৫ শতাংশ সুদ।
৬ মাস থেকে ১০ মাস – ৬.২৫ শতাংশ সুদ।
১০ মাস থেকে ১২ মাস- ৭.২৫ শতাংশ সুদ।
১ বছরের এফডি- ৭.২৫ শতাংশ সুদ।
১৫ মাস থেকে ১৫ মাসের FD- ৭.২৫ শতাংশ সুদ।