সানা গাঙ্গুলি (Sana Ganguly)…তার আলাদা করে পরিচয় দেওয়ার আশা করি কোনও দরকার পড়ে না। তিনি বাংলার ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) ও ডোনা গাঙ্গুলির (Dona Ganguly) একমাত্র কন্যা। নিজের মেয়েকে নিয়ে গর্বের শেষ নেই বাবা সৌরভ ও মেয়ে ডোনার। কারণ মেয়ে এবার স্নাতক (Graduate) হল। তাও কিনা আবার অর্থনীতি নিয়ে। এবার মেয়ের এক বিশেষ দিনে উপস্থিত হতে লন্ডন উড়ে গেলেন বাবা সৌরভ। মা ডোনা আগেই মেয়ের কাছে চলে গিয়েছিলেন, কিন্তু বিশ্বকাপের আবহে এবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
জানা গিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর লন্ডনে হবে মেয়ে সানা গাঙ্গুলির সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বলতে গেলে মেয়ের জীবনের এই বিশেষ দিনে হাজির হতে গত বুধবারই ইংল্যান্ড পৌঁছে গেলেন সৌরভ।
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মেয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করার চেষ্টা করছেন এবং কেরিয়ারে সাফল্যের সিঁড়ি উঠছেন। অনেকেই মনে করেন ক্রিকেটারদের সন্তানরা মাঠেই নামবে, কিন্তু ব্যতিক্রমী সানা। তিনি ক্রিকেটের থেকে বেশি নিজের পড়াশোনায় মনোযোগ দিয়েছেন। সানা গাঙ্গুলি ২০১৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটিতে পড়তে যান। সেখানে অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু করেন সানা। এদিকে পড়াশোনার পাশাপাশি সানা বিশ্বের অন্যতম বৃহৎ একটি কোম্পানিতে কাজ করেন।
সৌরভ গাঙ্গুলির মেয়ের জন্ম ২০০১ সালে এবং এখন তার বয়স ২১ বছর। সম্প্রতি সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা চমৎকার নৃত্য পরিবেশনা করে খবরের শিরোনামে এসেছিলেন। সানা কলকাতার লোরেটো হাউস স্কুল থেকে পড়াশোনা শেষ করেন এবং তারপরে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য ইউসিএল যুক্তরাজ্যে যোগ দেন। কলেজে থাকাকালীন সানা গাঙ্গুলি বেশ কয়েকটি ইন্টার্নশিপ সম্পন্ন করেছিলেন সানা।