বর্তমানে যে সমাজ এবং সম্পর্কের অবক্ষয় হয়েছে একথা স্বীকার না করে আর উপায় নেই। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে হারিয়ে যাচ্ছে শিক্ষা, সংস্কৃতি এবং রুচিবোধ। রিল ভিডিওতে লাইক এবং কমেন্টের চক্করে এবং ভাইরাল হওয়ার লোভে ‘মূল্যবোধ’ নামক বস্তুটাকে বিসর্জন দিয়েছেন অনেকে। আর সেই সংখ্যাটা কমার জায়গায় দিন কে দিন বেড়েই চলেছে।
তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, স্বামীর মৃত্যুর পর নিজের শ্বশুরকেই বিয়ে করেছেন এক মহিলা। যদিও ভিডিওটি বাস্তবে কতটা সত্য সেই বিষয়টা যাচাই করা সম্ভব হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার চলছে এখন থেকেই।
ভিডিয়োতে দেখা যাচ্ছে এক মহিলাকে, তিনি কনের সাজেই রয়েছেন। তার পাশে কালো রঙের টিশার্ট পরে দাঁড়িয়ে আছেন তার শ্বশুর। মন্দিরে বিয়ে করে বেরিয়ে আসেন তাঁরা। ভিডিও যিনি করছিলেন তিনি প্রশ্ন করেন, “আপনি কি নিজের ইচ্ছাতেই বিয়ে করেছেন?” মহিলার উত্তর, ‘‘হ্যাঁ, নিজের ইচ্ছাতেই।”
এরপর শ্বশুরকে দেখে প্রশ্ন করা হয় যে, “আপনি যাঁকে বিয়ে করছেন, তাঁর বয়স তো আপনার থেকে অনেক কম!” এরপরই তিনি জানান, সম্প্রতি তাঁর পুত্রের মৃত্যু হয়েছে। আর তাঁকে দেখাশোনা করার জন্যই ছিলেন তার পুত্র। কিন্তু যেহেতু সে মারা গিয়েছে, তাই তাঁকে আর দেখাশোনার করার মতো কেউ নেই।
এছাড়া তা ছাড়া পুত্রবধূকেও দেখার মতো কেউ নেই, সেজন্যই ঘরের বিষয়টি ঘরের মধ্যে রাখতেই নাকি তিনি নিজের পুত্রের স্ত্রীকে বিয়ে করে ফেলেন। আসলে কিন্তু এমনটা মোটেও ঘটেনি। জানা যাচ্ছে নিছক ইউটিউব ভিডিও এটি। আর সেটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
https://twitter.com/Itz_Kainat__/status/1652421499519905792?s=20
স্বাভাবিক ভাবেই এহেন কনটেন্ট দেখে বেশ চটেছেন স্বাভাবিক বোধ বুদ্ধি থাকা মানুষজন। তবে ভাইরাল হওয়ার জন্য এইধরনের কনটেন্টেরও অভাব নেই। এখন অনেকেই প্রশ্ন তুলেছেন নিছক বিখ্যাত হওয়ার জন্য এমন মূল্যবোধহীন এবং অসামাজিক, কুরুচিপূর্ন ভিডিও তৈরি কবে বন্ধ হবে!