দিনমজুরের ছেলে, পড়ার জন্য ছিল না টাকা! আজ ISRO-র বিজ্ঞানী হয়ে ইতিহাস গড়লেন সোমনাথ

মেধাকে আটকে রাখে এমন সাধ্যি নেই দারিদ্রের। আর সেকথাকে আবারো প্রমাণ করলেন মহারাষ্ট্রের এক দিনমজুরের ছেলে। সোশ্যাল মিডিয়াতে আবারো উঠে এল আশ্চর্য্যজনক কাহিনী। দিনমজুরের ছেলে এখন দেশের শীর্ষ প্রতিষ্ঠান ইসরো (Indian Space Research Organisation) এর বিজ্ঞানী।

শুনে অবাক হলেও এই ঘটনা একদম সত্যি। ঘটনায় স্থান মহারাষ্ট্রের সোলাপুর জেলার সারকোলি। সেখানের বাসিন্দা সোমনাথ মালি একজন দিনমজুর। দরিদ্রের কারণে আর্থিক অনটন তার নিত্যসঙ্গী। কিন্তু মেধাবী হওয়ার কারণে সবদিন পাশে পেয়েছেন স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের।

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফল করার পরে উচ্চতর শিক্ষার জন্য রওনা দেন কেবিপি কলেজের উদ্দেশ্যে। সেখানে তাকে আর্থিক সাহায্য করেন তার স্কুল শিক্ষকরা। এরপর তার ভাগ্য খুলে যায় যখন প্রথমবারের জন্য সে আইআইটি দিল্লি তে পড়তে যাওয়ার সুযোগ পায়।

আইআইটি দিল্লিতে পড়ার সময়ই তাক লাগিয়ে দেন তিনি। একটি দুর্দান্ত প্লেনের নকশা তৈরি করে লাইমলাইটে আসনে। ২০১৬ সালে ISRO জয়েন করার চেষ্টা করলেও গ্রাহ্য হয়নি তার সেই আবেদন। কিন্তু তাই বলে থেমে থাকেননি তিনি। কঠিন থেকে কঠিনতর অধ্যবসায়ের পর অবশেষে মেলে সেই সুযোগ।

somnath mali isro

বর্তমানে তিনি ইসরো এর একজন বিজ্ঞানী। আজ তিনি যে নিজে সফল হয়েছেন তাই নয়। তার মতো অনেক দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীর কাছে একজন সফল উদাহরণ তৈরি করেছেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button