একের পর এক ঘূর্ণাবর্ত বিপদ ডেকে আনতে চলেছে দেশের একাধিক রাজ্যের। বিশেষ করে পশ্চিমবঙ্গের (West Bengal)। সেইসঙ্গে মৌসুমী অক্ষরেখার চোখ রাঙানির জেরে গোটা বাংলা কেঁপে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগরে (Bay Of Bengal) একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এই সপ্তাহে একটি নিম্নচাপ (Low-pressure area) সৃষ্টি হবে সাগরে। আর এর জেরে রাজ্যের পর রাজ্য, পশ্চিমবঙ্গের একের পর এক জেলায় প্রবল বর্ষণ হবে।
এদিকে আজ সকাল থেকে রাজ্যের আকাশের মুখ ভার। সকাল থেকে বৃষ্টিও হয়েছে কয়েক পশলা। এদিকে এক ধাক্কায় শহরের পারদ অনেকটাই নেমে গিয়েছে। যদিও আদ্রতাজনিত অস্বস্তি এখনও অবধি স্বমহিমায় রয়েছে। তবে এখনই কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না। বিকেলের দিকেই ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়।
আজ মোটের ওপর দক্ষিণবঙ্গের (South Bengal) সবকটি জেলাতেই প্রবল বর্ষণ হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর মৌসম ভবন। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, বর্তমানে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। অর্থাৎ মঙ্গলবার নিম্নচাপে তৈরি হতে পারে। তার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় কিছুটা বাড়বে।
এদিকে ৪ বা ৫ সেপ্টেম্বর এই নিম্নচাপ সক্রিয় হলে ওড়িশা উপকূলে ভারী বৃষ্টিপাত ঘটাবে। তার প্রভাব পড়বে এ রাজ্যের উপকূলের একাধিক জেলায়। আজ মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ও নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও হবে বৃষ্টি।
আজ সোমবার অতিভারী বৃষ্টিপাত হতে পারে ঢেঙ্কনাল, আঙ্গুল, কালাহান্ডি, বৌধ এবং কান্ধমালে। আজ বিশেষ করে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানায় ভারী বৃষ্টির কথা মাথায় রেখে কমলা সতর্কতা জারি করেছে।