দেশের হয়ে সেঞ্চুরি, যারা করেছেন তারাই জানেন সেই মুহূর্তের অনাবিল আনন্দের কথা। কেরিয়ারে হয়তো অনেক রান তারা করবেন, কিন্তু প্রথমবারের শতরানের যে অনুভূতি তার ভাব একেবারে আলাদা। বিশ্ব ক্রিকেট শচীন তেন্ডুলকর, বিরাট কোহলিদের দেখেছেন। তাদের ব্যাটে রানের বন্যা, যেন সাক্ষাৎ ক্রিকেট দেবতা মাঝেমধ্যে কথা বলেন তাদের ব্যাটে। রেকর্ডের পর রেকর্ড ভাঙা গড়ার খেলা চলছে বাইশ গজে। সবার ভাগ্য সমান হয় না। চাতক প্রায় অহর্নিশ হওয়ার পরেও তার দেখা পান না অনেক ক্রিকেটার।
শুনলে হয়তো অবাক হবেন যে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা নিজেদের ওডিআই কেরিয়ারের হাজার হাজার রান করেছেন, দলকে একাধিকবার জিতিয়েছেন, কিন্তু কোনো দিন একটাও শতরান করতে পারেননি। এই তালিকায় একাধিক কিংবদন্তির নাম চোখে পড়বে।
১) পাকিস্তানের মিসবা উল হক তাঁর কেরিয়ারে একবারও শতরান করতে পারেননি। হ্যাঁ ঠিকই শুনেছেন, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের ব্যাটে আসেনি একটিও সেঞ্চুরি। একদিনের ক্রিকেট কেরিয়ারে মিসবা সর্বোচ্চ অপরাজিত ৯৬ রান করেছেন। তাঁর নামের পাশে ৫ হাজার ১২২ রান।
২) পাকিস্তানের ওয়াসিম আক্রম কোনো দিন সেঞ্চুরির মুখ দেখেননি। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ খেলেছেন ৮৬ রানের ইনিংস। নামের পাশে ৩ হাজার ৭১৭ রান।
৩) পাকিস্তানের আরও এক প্রাক্তন ব্যাটসম্যান মঈন খান রয়েছেন এই তালিকায়। ৩ হাজার ২৬৬ রান করা এই ক্রিকেটার কোনো দিন সেঞ্চুরি করেননি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭২ রান।
৪) জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিকের ওডিআই কেরিয়ার জুড়ে নেই কোনো শতরান। করেছেন মোট ২ হাজার ৯৪৩ রান। সর্বোচ্চ অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেছেন।
৫) রবীন্দ্র জাদেজার কথাও বলতে হয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ফরম্যাটে করেছেন ২ হাজার ৬০১ রান। কিন্তু কোনো দিন সেঞ্চুরি করেননি। খেলেছেন ৮৭ রানের ইনিংস।