দোলের আগেই সুখবর! কমছে রান্নার তেলের দাম, ব্যাপক পতন সর্ষের তেলের দামেও

সামনেই দোল, তার আগে জনগণকে স্বস্তি দিতে হেঁশেলের খরচ কিছুটা কমতে চলেছে। এবার রান্নার তেলের (Edible Oil) দামে কিছুটা ছাড় আসতে চলেছে শীঘ্রই। শনিবার দিনই দিল্লিতে অবস্থিত তৈলবীজের বাজারে ব্যাপক দাম কমে। বিশেষ করে সরষে এবং সয়াবিন তেলের দাম অনেকখানি কমে গিয়েছে।
অপরিশোধিত পাম অয়েল (সিপিও) এবং পামোলিন তেল-সহ চীনাবাদাম তেলের দামে অবশ্য কোনো ছাড় আসেনি আপাতত। যদিও প্রয়োজনের তুলনায় বেশি তৈলবীজ আমদানি হওয়ার কারণে দেশের বাজার কিছুটা হলেও বিপর্যস্ত। যদিও গুজরাতে তেলের দাম অন্যান্য রাজ্যের থেকে সামান্য বেশী ছিল।
যদিও এবার অনেকটাই সস্তায় তেল আমদানি করা গিয়েছে। তার ফলে অন্য রাজ্য থেকে আসা বীজের তেলের দাম কেজিপ্রতি ১ টাকা কমে গিয়েছে। একইসাথে বিদেশি তেল আমদানির কারণে দেশের কৃষকদের সমস্যায় পড়তে হয়েছে।
দেশের অন্দরে দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য গুলোর দাম কমেছে বেশ খানিকটা। এছাড়া ডিম, মুরগি ইত্যাদির দামেও কিছুটা ছাড় দেখা গিয়েছে। কিন্তু কত দাম কমেছে? চলুন আপনাদের সেই বিষয়েও জানাচ্ছি।
সর্ষে (তৈলবীজ) : প্রতি কুইন্টাল 5,480-5,530 টাকা
চিনাবাদাম : কুইন্টাল প্রতি 6,775-6,835 টাকা
চিনাবাদাম তেল : প্রতি কুইন্টাল 16,550 টাকা
চিনাবাদাম পরিশোধিত তেল প্রতি টিন 2,540-2,805 টাকা
সর্ষের তেল (পাক্কি ঘানি) : টিন প্রতি 1,830-1,860 টাকা
সর্ষের তেল (কাচ্চি ঘানি) – প্রতি টিন 1,790-1,915 টাকা
সিপিও এক্স-কান্ডলা : প্রতি কুইন্টাল 8,900 টাকা