৪২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পরাজয়! সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় জানালেন রাজু শ্রীবাস্তব

কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব (raju shrivastav) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দেশ-বিশ্ব থেকে রাজুর জন্য তার ভক্তরা প্রার্থনা করেছিলেন। কিন্তু সবাইকে কাঁদিয়ে বিদায় জানালেন রাজু।

রাজু শ্রীবাস্তব ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাজু শ্রীবাস্তব ১০:২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলে দিই যে, ১০ আগস্ট,হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে তাকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছিল।

রাজু শ্রীবাস্তব ১৯৮০-র দশকের শেষের দিক থেকে বিনোদন জগতে সক্রিয় ছিলেন। কিন্তু ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর প্রথম সিজনে অংশগ্রহণ করার পর তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘বাজিগর’, ‘বম্বে টু গোয়া’ এবং ‘আমদানি আঠানি খরখা রূপাইয়া’ ছবিতে অভিনয় করেছেন।

রাজু শ্রীবাস্তব ‘বিগ বস’ সিজন থ্রিতেও অংশ নিয়েছিলেন। রাজু কমেডি জগতে নিজের জন্য একটি নাম অর্জন করেছিলেন এবং সবার মনে নিজের জায়গা করে নিয়েছিলেন।

বলে দিই, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই রাজু শ্রীবাস্তবের অবস্থা আশঙ্কাজনক ছিল। কৌতুক অভিনেতাকে প্রথমে আইসিইউতে ভর্তি করানো হয়েছিল, কিন্তু তার স্বাস্থ্যের কোনো উন্নতি না হওয়ায় তাকে ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়। সর্বাত্মক চেষ্টার পরেও চিকিৎসকরা রাজু শ্রীবাস্তবকে বাঁচাতে পারেননি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button